শিরোনাম
◈ মধ্য গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ১৪ ◈ উপজেলায় প্রকাশ্যে ভোট দেয়ায় এমপি হাফিজ মল্লিককে ইসিতে তলব  ◈ লুর ঢাকা সফরে র‌্যাবের নিষেধাজ্ঞা এবং ভিসানীতি তুলে নেওয়ার বিষয়ে আলোচনা করা হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি আব্দুল্লাহ  ◈ মঙ্গলবার কলম্বো থেকে ঢাকা আসছেন ডোনাল্ড লু ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে র‌্যাব ও ভিসানীতি নিয়ে আলোচনা অব্যাহত থাকবে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠক ◈ অন্যকে দিয়ে সাজা খাটানো সেই যুবলীগ নেতা নাজমুল কারাগারে ◈ দলীয় বিভাজন ভুলে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের ◈ মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কনডেম সেলে রাখা অবৈধ: হাইকোর্ট 

প্রকাশিত : ১৬ মে, ২০১৯, ০৩:০৮ রাত
আপডেট : ১৬ মে, ২০১৯, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শক্ত দল হিসেবেই বাংলাদেশ বিশ্বকাপে যাবে, বললেন পোর্টারফিল্ড

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজের একটি ম্যাচেও জয় পায়নি স্বাগতিক আয়ারল্যান্ড। গতকাল বাংলাদেশের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচেও ছয় উইকেটে হেরেছে স্বাগতিকরা। যদিও তারা বিশ্বকাপে খেলতে পারবে না তবে হারের পর বাংলাদেশকে আসন্ন বিশ্বকাপের জন্য শুভ কামনা জানাতে ভুল করেননি আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। এছাড়া এই অধিনায়ক আরো বলেন, বিশ্বকাপে বাংলাদেশ শক্ত দল হিসেবেই বিশ্বকাপে যাবে।

মাশরাফি-সাকিবদের অনবদ্য পারফরমেন্সের প্রশংসা করেছেন তিনি। ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত অপরাজেয় দল বাংলাদেশ। বিশ্বকাপের আগে দলটি অনেকটাই পরিণত, এমনটা মনে করছেন আইরিশ অধিনায়ক।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে জানান, ‘পুরো সিরিজে বাংলাদেশ খুব দারুণ খেলেছে, বিশ্বকাপের আগে তাদের দারুণ দেখাচ্ছে। বিশ্বকাপে তাদের জন্য শুভকামনা থাকল। এছাড়া বিশ্বকাপে তারা শক্ত দল হিসেবেই যাবে।’

আইরিশদের করা ২৯২ রানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অধিনায়ক। নিয়মিত ওপেন করা পোর্টারফিল্ড চারে নেমে খেলেছেন ৯৪ রানের অসাধারণ একটি ইনিংস। হারের কারণ হিসেবে দলের বোলারদের পারফরমেন্সকেই দায়ী করেছেন তিনি।

তার ভাষ্যে, ‘উইকেট ভালো ছিল। মাঝের সময়টায় উইকেটে থাকতে পেরে অবশ্যই ভালো লাগছে। কিন্তু শেষপর্যন্ত ম্যাচ হেরে হতাশ হতে হল। আমরা তেমন ভালো বল করতে পারিনি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়