শিমুল মাহমুদ : বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, শেখ হাসিনার বেয়াই হচ্ছে রাজাকার, শেখ সেলিমের বেয়াই রাজাকার-এগুলো নিয়ে কোনো কথা নেই। অথচ জামায়াতে ইসলাম যখন আমাদের সঙ্গে থাকে তখন তারা হয় জঙ্গি।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর সমালোচনা করে আলাল বলেন, শেখ হাসিনা তো বিভীষণের সঙ্গে সংসার করেন। তার তো রাজনীতিতে কোনো ব্যাকরণ নেই। আমরা রাজনীতির ব্যাকরণ নিয়ে থাকি। নিজেদের মধ্যে সমালোচনা করি। আজ এইচ টি ইমাম হচ্ছেন শেখ হাসিনার ইমাম।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি ইঙ্গিত দিয়ে আলাল বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন সকালে আমাদেরই এক নেতা কীভাবে বললেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে? কিভাবে বলেন, প্রথমে সংসদে অংশগ্রহণ না করা আমাদের ভুল ছিল। এগুলো আমাদেরকে আগে না বলে মাইকে কেন বললেন? আগে আমাদেরকে বলবেন পরে মাইকে বলবেন।