শিরোনাম
◈ পূর্বাচল প্লট জালিয়াতি মামলায় সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড ◈ পূর্বাচল প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড ◈ বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ, তবে তৃতীয় দেশে পাঠাতে চায় ভারত; যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী শেখ হাসিনা ◈ জাতীয় নির্বাচনের আগে যে তিন চ্যালেঞ্জের মু‌খোমু‌খি বিএনপি ◈ বেহাল দশা লিভারপু‌লের, নি‌জের মাঠেই হে‌রে গে‌লো ডাচ ক্লাবের কাছে ◈ ব্রিটেনে ন্যূনতম মজুরি বাড়ল: আগামী এপ্রিল থেকে ঘণ্টায় বাড়বে সব বয়সের শ্রমিকদের আয় ◈ বায়ার্ন মিউনিখকে ৩-১ গো‌লে হারা‌লো আ‌র্সেনাল ◈ তারেক রহমান এখনও ভোটার নন, ডিসেম্বরে দেশে এসেই ভোটার হবেন: দলীয় সূত্র ◈ ফিফা নিষেধাজ্ঞা স্থগিত কর‌লো, বিশ্বকাপের শুরু থেকেই খেলতে পারবেন রোনালদো ◈ কেন বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মানহানি মামলা ঝুঁকিপূর্ণ হতে পারে

প্রকাশিত : ১৬ মে, ২০১৯, ০২:২০ রাত
আপডেট : ১৬ মে, ২০১৯, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে টটেনহ্যামের কাছে লিভারপুল হারলেই বরখাস্ত হবেন ম্যানইউ কোচ

স্পোর্টস ডেস্ক : আপদকালীন কোচ থেকে পূর্ণ মেয়াদে দায়িত্ব পেতেই যেন শনি ভর করেছে ওলে গানার সলশেয়ারের ভাগ্যাকাশে। চরম দুঃসময়ে যে দলটার দায়িত্ব নিয়ে স্বপ্ন দেখাচ্ছিলেন, চ্যাম্পিয়ন্স লিগের বৈতরণী পার করানোর সেই স্বপ্ন এখন রূপ নিয়েছে দুঃস্বপ্নে। পয়েন্ট টেবিলের ছয়ে থেকে লিগ শেষ করায় আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা হচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। তাতে চাকরিও ঝুলে গেছে রেড ডেভিলদের কোচ সলশেয়ারের।

আগামী মৌসুমে ম্যানইউর ডাগআউটে সলশেয়ারকে দেখা যাবে কিনা সেটা মৌসুমের শুরুতেই জানা যাবে। ১ জুন ওয়ান্ডা মেট্রোপলিটানোতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পরও নির্ধারণ হয়ে যেতে পারে এ নরওয়েজিয়ান কোচের ভাগ্য। টটেনহ্যামের কাছে লিভারপুল হারলেই চাকরি হারাতে পারেন ম্যানইউ কোচ।

প্রশ্ন উঠতে পারে, লিভারপুলের হারের সঙ্গে ম্যানইউ কোচের চাকরির সম্পর্ক কী? উত্তরটা দিতে কিছুটা সময় পেছনে ফিরে গেছেন লিভারপুলের সাবেক তারকা ও বর্তমানে বিশ্লেষক স্ট্যান কলিমোর। সাবেক এ ফুটবলার বিশ্লেষণ করেছেন লিভারপুল হারলে কেনো চাকরি হারাবেন সলশেয়ার।

হোসে মরিনহো বরখাস্ত হওয়ার পর যখন আপদকালীন কোচের পদে বসলেন সলশেয়ার, তখন পূর্ণ মেয়াদে একজন কোচের খোঁজে টটেনহ্যাম কোচ মউরিসিও পচেত্তনিই ছিলেন ম্যানইউর প্রথম পছন্দ। তবে মৌসুমের মাঝামাঝি সময়ে লন্ডন ছাড়তে চাননি স্পারদের আর্জেন্টাইন কোচ। বলেছিলেন, দলটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলে হয়তো নতুন চ্যালেঞ্জের খোঁজ করবেন।

অন্যদিকে অস্থায়ী কোচের পদে ভালো করতে থাকায় শেষ পর্যন্ত পচেত্তনির দিক থেকে মনোযোগ সরিয়ে সলশেয়ারের দিকে ঝুঁকে পড়ে ম্যানইউ।

কিন্তু মৌসুম শেষে শুরুর মান ধরে রাখতে পারেননি সলশেয়ার। শেষটা হয়েছে যাচ্ছেতাই। তাই আড়ালে আবডালে হয়তো আবারও কোচের অন্বেষণ শুরু করেছে রেড ডেভিলরা। পছন্দের তালিকায় সবার উপরে সেই পচেত্তিনোর নাম। পাঁচ বছর আগে সাধারণ মানের এক টটেনহ্যামের দায়িত্ব নিয়ে যিনি দলটিকে দেখাচ্ছেন ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন।

টটেনহ্যামের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতলেই নতুন চ্যালেঞ্জের খোঁজে নেমে পড়তে পারেন পচেত্তিনো। তাতে তাকে দলে টানা সহজ হয়ে যাবে ম্যানইউর জন্য। স্ট্যান কলিমোর তাই কৌতুক করে বলেছেন, ‘লিভারপুলের জয়টাই যেন এখন কাম্য থাকে সলশেয়ারের। গোল ডটকম/ চ্যানেলআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়