শিরোনাম
◈ টপ এন্ড টি-‌টো‌য়ে‌ন্টি ক্রিকে‌টে পা‌কিস্তান শা‌হিন‌সের কা‌ছে হে‌রে গে‌ছে বাংলা‌দেশ এ' দল ◈ সংগ্রামমুখর জীবনের ৮১ বছরে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ◈ ফেসবুক পোস্টে যে বার্তা দিলেন হাসনাত  ◈ ভোলাগঞ্জ থেকে লুট হওয়া ৪০ হাজার ঘনফুট সাদা পাথর রাজধানীর ডেমরায় উদ্ধার ◈ ৪২ ধরনের আয় করমুক্ত সরকারি কর্মকর্তা–কর্মচারীদের, সেগুলো কী কী ◈ ধানমন্ডির ৩২ নম্বরে আওয়ামী লীগের কর্মী সন্দেহে তিনজন আটক ◈ হাসিনা আমলে ইসরায়েলি স্পাইওয়্যারসহ নজরদারির সরঞ্জাম কেনা নিয়ে তদন্ত কমিটি ◈ কারামুক্ত হলেন অভিনেত্রী শমী কায়সার ◈ তফসিল ঘোষণার পর দেশে ফিরতে পারেন তারেক রহমান, নিরাপত্তা নিয়ে শঙ্কা জোরালো ◈ ধামরাইয়ে টিকটক ভিডিও বানাতে গিয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ১৫ মে, ২০১৯, ১০:৪৯ দুপুর
আপডেট : ১৫ মে, ২০১৯, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৬তম বিসিএস পরীক্ষায় নকলে বাধা দেয়ায় পাবনায় কর্মকর্তা লাঞ্ছিত, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় (ভিডিও)

হ্যাপি আক্তার : পরীক্ষায় নকল করতে বাধা দেয়ায় শহীদ বুলবুল সরকারী কলেজ,পাবনা’র বিসিএস ক্যাডার কর্মকর্তা সহকর্মী মোঃ মাসুদুর রহমান (প্রভাষক,বাংলা,৩৬তম বিসিএস)এর হামলা করে পরীক্ষার্থীরা। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দার ঝড় উঠেছে। ফেসবুক।

ঘটনাটি সম্পূর্ণ সিসিটিভি ফুটেজে ধারণ হওয়ায় তা প্রকাশে আসে। এতে দেখা যায় দায়িত্বরত শিক্ষক তার মোটর সাইকেল নিয়ে বাহির হওয়ার সময় তাকে শিক্ষার্থীরা ব্যাপক মারধর করে। নিরাপত্তাহীনতার কারনে একাধিকবার মার খেয়েও ওই শিক্ষক কোনো প্রতিবাদ না করে নিজ গন্তব্যের উদ্দেশ্যে চলে যান।

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই পোস্ট দেন। সেখানে প্রতিবাদি ভাষাগুলো হলো এমন, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ কিল, ঘুষি, লাথি আমার গায়ে পড়েছে! জাতির গায়েও কী পড়েনি? এ লজ্জা কার? চাই দৃষ্টান্তমূলক শাস্তি। হোক প্রতিবাদ-প্রতিরোধ।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবী জানাই, সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার ও আইনের আওতায় আনার।

আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য বিচার বিভাগের কাছে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানাই। বিসিএস(সাধারণ শিক্ষা) সমিতির কেন্দ্রীয়, জেলা ও ইউনিট নেতৃবৃন্দ যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ ও তৎপরতার মাধ্যমে সংঘটিত ঘটনার ন্যায় বিচার নিশ্চিত করা, কর্মক্ষেত্রে ক্যাডার কর্মকর্তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন এ প্রত্যাশা করি। সম্পাদনা : জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়