শিরোনাম
◈ গণভোট আগে না হলে ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হবে না: তাহের ◈ শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ, রায়ের দিন ধার্য হবে কাল ◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরলে সংসদের ক্ষমতাকে খর্ব করবে কিনা, প্রশ্ন প্রধান বিচারপতির ◈ সচল ১৬ স্থলবন্দরে ১ কোটি ৫২ লাখ টন পণ্য আমদানি, ৮ বন্দর নিষ্ক্রিয় ◈ ধর্ষকের সঙ্গে ধর্ষণের শিকার নারীর বিয়ে বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ◈ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে উৎসবমুখর, জার্মান রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ ১২ নির্দেশনা মানতে হবে সেন্টমার্টিন দ্বীপে যেতে  ◈ সরকারের দলীয় উপদেষ্টা ও প্রশাসনের ব্যক্তিদের বদলাতে হবে: আনিসুল ইসলাম মাহমুদ ◈ এএফ‌সি কা‌পের বাছাই‌য়ে ভারতের বিরু‌দ্ধে খেলার আ‌গে আফগানিস্তানের স‌ঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ◈ ট্রফির দরকার হ‌লে পু‌রো দল দুবাই এসে নিয়ে যাও, ভারতের মেইলের জবাবে এ‌সি‌সি প্রধান মহ‌সিন নাকভি

প্রকাশিত : ১৪ মে, ২০১৯, ১০:৪৬ দুপুর
আপডেট : ১৪ মে, ২০১৯, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনার সিদ্ধান্তেই ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ নির্ধারণ

সমীরণ রায়: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংগঠনিক নেত্রী। তাই ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ কতদিন হবে সেটি নির্ধারণ করবেন আমাদের নেত্রী বলে জানিয়েছেন ছাত্রলীগের কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সোমবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ শেখ হাসিনার অনুমোদন ক্রমে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

ছাত্রলীগের গঠনতন্ত্রের ১১ (খ) ধারা অনুযায়ী, সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মেয়াদকাল দুই বছর। যদিও সংগঠনটির ২০১৮ সালের ১১ ও ১২ মে ২৯তম জাতীয় সম্মেলনের পর ৩১ জুলাই সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে দীর্ঘদিন আটকে ছিলো ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। এতে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকে দিয়েই সাড়ে ৯মাস পার হয়ে গেছে। ফলে প্রশ্ন উঠেছে সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির মেয়াদকাল কতদিন হবে। এটি কি দুই বছরের নাকি এক বছরের জন্য।

এ সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান আমাদের নতুন সময়কে বলেন, গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রলীগের কমিটির মেয়াদ। তবে প্রয়োজনে বর্ধিত করা হতে পারে। এটি আমাদের দলের নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা ভালো মনে করবেন, তাই হবে।

এ বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজ্জাম্মেল হক আমাদের নতুন সময়কে বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু সাংগঠনিক নেত্রী। তিনিই সিদ্ধান্ত দেবেনে এই পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ কতদিন হবে। তিনি যা ভালো মনে করবেন, সেটিই হবে।
এ সম্পর্কে ছাত্রলীগের কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত ও আওয়ামী লীগের দুই যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির নানক এবং আব্দুর রহমানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়