শিরোনাম
◈ মারা গে‌লেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ও কোচ বব সিম্পসন ◈ শেখ মুজিব হত্যা ও হাসিনার পতনের পর ভারতের প্রতিক্রিয়ায় যে ফারাক ◈ ডাক্তাররা কি ঔষধ কোম্পানির দালাল, প্রশ্ন আসিফ নজরুলের (ভিডিও) ◈ বিতর্কিত নির্বাচন হলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোবে : সালাহউদ্দিন আহমদ ◈ ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর: নিয়ন্ত্রিত পরিমাণে আম খাওয়ায় উপকার দেখাল ভারতীয় গবেষণা ◈ ধর্মীয় ভাবগাম্ভীর্যে দেশজুড়ে জন্মাষ্টমী পালন, সম্প্রীতি রক্ষায় সজাগ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক, ঘিরে রেখেছে সেনাবাহিনী ◈ কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের যন্ত্রপাতির মেয়াদ শেষ, চালুতে অনিশ্চয়তা ও অতিরিক্ত ব্যয়ের আশঙ্কা ◈ বছর পেরিয়ে গেলেও প্রকাশ করা হয়নি উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব

প্রকাশিত : ১৪ মে, ২০১৯, ১০:৪৬ দুপুর
আপডেট : ১৪ মে, ২০১৯, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনার সিদ্ধান্তেই ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ নির্ধারণ

সমীরণ রায়: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংগঠনিক নেত্রী। তাই ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ কতদিন হবে সেটি নির্ধারণ করবেন আমাদের নেত্রী বলে জানিয়েছেন ছাত্রলীগের কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সোমবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ শেখ হাসিনার অনুমোদন ক্রমে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

ছাত্রলীগের গঠনতন্ত্রের ১১ (খ) ধারা অনুযায়ী, সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মেয়াদকাল দুই বছর। যদিও সংগঠনটির ২০১৮ সালের ১১ ও ১২ মে ২৯তম জাতীয় সম্মেলনের পর ৩১ জুলাই সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে দীর্ঘদিন আটকে ছিলো ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। এতে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকে দিয়েই সাড়ে ৯মাস পার হয়ে গেছে। ফলে প্রশ্ন উঠেছে সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির মেয়াদকাল কতদিন হবে। এটি কি দুই বছরের নাকি এক বছরের জন্য।

এ সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান আমাদের নতুন সময়কে বলেন, গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রলীগের কমিটির মেয়াদ। তবে প্রয়োজনে বর্ধিত করা হতে পারে। এটি আমাদের দলের নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা ভালো মনে করবেন, তাই হবে।

এ বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজ্জাম্মেল হক আমাদের নতুন সময়কে বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু সাংগঠনিক নেত্রী। তিনিই সিদ্ধান্ত দেবেনে এই পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ কতদিন হবে। তিনি যা ভালো মনে করবেন, সেটিই হবে।
এ সম্পর্কে ছাত্রলীগের কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত ও আওয়ামী লীগের দুই যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির নানক এবং আব্দুর রহমানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়