শিরোনাম
◈ আবারও গ্রেপ্তার হলেন আলোচিত-সমালোচিত সংগীতশিল্পী নোবেল ◈ যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় দেশত্যাগে প্রথম চার্টার্ড ফ্লাইট, প্রত্যাবাসিতদেরকে দেওয়া হলো ১ হাজার ডলার করে! ◈ জামিন পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া ◈ ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা! ◈ ঢাকা দাবি পূরণের শহর, বাড়ছে দুর্ভোগ ◈ আটঘরিয়ায় জামায়াত অফিসে আগুন: ফায়ার সার্ভিস বলছে, জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি ◈ চীন, হংকং ও সিঙ্গাপুরসহ বি‌ভিন্ন দে‌শে হুড়মুড়িয়ে বাড়ছে ক‌রোনা ভাইরাস, ভিড় বাড়ছে হাসপাতালে ◈ দেশে স্টারলিংকের যাত্রা শুরু, খরচ নিয়ে যা জানাগেল ◈ শাহজালাল বিমানবন্দর থেকে উড্ডয়নের পর তার্কিশ এয়ারলাইন্সের বিমানে আগুন, ২৯০ যাত্রী নিয়ে জরুরি অবতরণ ◈ ভারত এশিয়া কাপ না খেলার  মি‌ডিয়ার গুঞ্জন উড়িয়ে দিলো বি‌সি‌সিআই

প্রকাশিত : ১০ মে, ২০১৯, ০৭:৪০ সকাল
আপডেট : ১০ মে, ২০১৯, ০৭:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গারো পাহাড়গুলোতে জনপ্রিয় হয়ে উঠছে মৌচাষ

মুসবা তিন্নি : শেরপুর জেলার গারো পাহাড় এলাকায় মৌচাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। চাষকৃত মধু আহরনের মাধ্যমে অনেক পরিবার স্বচ্ছল জীবন যাপন করতে শুরু করেছেন।মৌচাষের ফলে পরাগায়নের মাধ্যমে যেমন কৃষিতে ফলন বাড়ছে, তেমনি মধু বিক্রি করে অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হচ্ছেন মৌচাষিরা। বিএসএস

বর্তমানে শুধু সরিষার মৌসুমেই নয়, বরং সারাবছরই সীমান্তবর্তি শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড় এলাকার গজারি বনে বাক্সে মৌমাছি পালন করে মধু চাষ করছেন তিনশতাধিক মৌচাষি। যারা বৃহৎ পরিসরে মৌচাষ করছেন তাদের একশ থেকে আড়াইশ’ বাক্স রয়েছে। আবার অনেকে পারিবারিকভাবে দু’থেকে চারটি বাক্সের মাধ্যমে মৌচাষ করছেন।

মূলত, উন্নত জাতের মেলিফেরা ও সিরেনা- এই দু’টি জাতের মৌমাছি দিয়ে এখানকার চাষিরা মধু সংগ্রহ করছেন। একশ’টি বাক্স থেকে বছরে ৪-৫ টন মধু সংগ্রহ করা যায়। খরচ বাদ দিয়ে ৬-৭ লাখ টাকা আয় হচ্ছে।

ঝিনাইগাতীর দুধনই গ্রামের মৌচাষি মো. আব্দুল হালিম জানান, ৩টি বাক্স দিয়ে ওই এলাকার প্রথম মৌচাষী হিসাবে তাঁর যাত্রা শুরু হয়। সাতবছরে এসে এখন তার বাক্সের সংখ্যা দাড়িয়েছে দুইশ’ত।

তিনি জানান, বছরে একশ’টি বাক্সের জন্য খরচ প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা। খরচ বাদ দিয়ে তিনি বছরে দশ থেকে এগার লাখ টাকা আয় করেন। তিনি আরও জানান, বাংলাদেশে চার প্রজাতির মৌমাছি রয়েছে। এপিস মেলিফেরা, এপিস সিরেনা, এপিস ডটসাটা, এপিস ফ্লোরিয়া। এরমধ্যে এপিস মেলিফেরা ও এপিস সিরেনা জাতের মৌমাছি বাক্সে পালন করে তারা মধু আহরন করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়