শিরোনাম
◈ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ব্যয় বাড়ল সাড়ে ২৫ হাজার কোটি টাকা: একনেক বৈঠক ◈ নীলফামারীর হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে: প্রধান উপদেষ্টা ◈ যেভাবে রশি ছাড়াই ১০১ তালা বিল্ডিংয়ে উঠলেন আমেরিকান যুবক! (ভিডিও) ◈ ঘুষ গ্রহণের অভিযোগ তুলে ওসি-এসআইকে অবরুদ্ধ করে কান ধরে উঠবস করালো জনতা (ভিডিও) ◈ ইং‌লিশ প্রিমিয়ার লি‌গে  আর্সেনালকে হারিয়ে দিলো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ জয় শাহকে তোপ পি‌সি‌বির সা‌বেক প্রধ‌া‌নের, আই‌সি‌সি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয় ◈ বাংলাদেশের বয়কটে ধাক্কা ইডেনের! ফেরত হবে টিকিটের দাম ◈ গৃহকর্মী‌কে ধর্ষণ, পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার আব্দুল কা‌দি‌রের ছেলে সুলামান কাদির গ্রেফতার ◈ প্রার্থীদের কথা লড়াই চলছে, কেন্দ্রে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা ◈ যে কারণে মধ্যপ্রাচ্যের শীর্ষ দুই বিমান সংস্থা যুক্তরাষ্ট্রের বহু ফ্লাইট বাতিল করল

প্রকাশিত : ০৪ মে, ২০১৯, ০২:৫৩ রাত
আপডেট : ০৪ মে, ২০১৯, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সত্যজিৎ রায়ের অপ্রকাশিত ৫ টি রচনা প্রকাশের পথে

শেখ নাঈমা জাবীন : সত্যজিৎ রায়! এই একটা নামই বাঙালির আবেগ, ভালোবাসা, জ্ঞান এবং সিনেমার সমার্থক। ছবি, ইলাস্ট্রেশন থেকে শুরু করে লেখা, গোয়েন্দা কাহিনি এবং সিনেমা- সত্যজিতের পায়ে পায়ে বাংলা সংস্কৃতি এক মাইলফলক গড়েছে। সত্যজিতের সে সমস্ত অনুরাগীদের জন্য সুখবর! চলচ্চিত্র জগতের এই মানুষটির পাঁচটি অপ্রকাশিত রচনা দিনের আলো দেখতে চলেছে আগামী বছরেই। এনটিভি বাংলা

মূলত অপ্রকাশিত প্রবন্ধ এবং ইলাস্ট্রেশনই মূলত প্রকাশ্যে আসবে বলে জানিয়েছেন একটি বিখ্যাত প্রকাশনা সংস্থার বরিষ্ঠ কর্মকর্তা। তিনি বলেন, ‘সত্যজিৎ রায়ের তারিণী খুড়োর অনুবাদ এবং তাঁর অনেকগুলি চিত্রিত কাজ, যা আজ পর্যন্ত প্রকাশিত হয়নি, সেসবও রয়েছে এর মধ্যে।’ তারিণী খুড়ো সত্যজিৎ রায়ের সৃষ্ট একটি কাল্পনিক চরিত্র। এই সমস্ত কাজগুলোই প্রকাশ করবে পেঙ্গুইন র‌্যান্ডম হাউস ইন্ডিয়া। কর্মকর্তা আরও বলেন, ‘দ্য পেঙ্গুইন রে লাইব্রেরি সত্যজিতের কাজগুলিকে একদম অন্যভাবে প্রকাশ করবে। সত্যজিৎ রায়ের থেকেই অনুপ্রাণিত পরিশীলিত নান্দনিক বিন্যাস এই কাজগুলিকে নয়া মাত্রা দেবে।’

একজন লেখক হিসাবে, সত্যজিৎ রায় বেশ কয়েকটি কাল্পনিক চরিত্রকে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছিলেন। এদের মধ্যে অন্যতম হল ‘ফেলুদা’ এবং বিজ্ঞানী চরিত্র ‘প্রফেসর শঙ্কু’। ৩২ টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সত্যজিৎ রায়, এছাড়াও বহু অন্যান্য আন্তর্জাতিক সম্মান। এরই মধ্যে রয়েছে ১৯৯২ সালে পাওয়া অস্কার সম্মানও। সারা জীবনে লিখেছেন বহু ছোট গল্প এবং উপন্যাস।

অধ্যাপক ও নিবিড় পাঠক নৈঋতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি সত্যিই ২০২০ সালের জন্য আর অপেক্ষা করতে পারছি না। পথের পাঁচালি দেখার পরেই আমি বিভ‚তিভ‚ষণ বন্দ্যোপাধ্যায়ের মূল উপন্যাস পড়ার নেশাটা পেয়েছিলাম। আসলে, শুধু আমাকেই নয়, সত্যজিতের বেশিরভাগ সিনেমাই মানুষকে সাহিত্যমুখী করেছে। সাহিত্যকে এভাবে সিনেমায় প্রদর্শন সত্যজিতের কাছে হাঁটু মুড়ে শেখার।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়