শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ০৪ মে, ২০১৯, ০২:১৪ রাত
আপডেট : ০৪ মে, ২০১৯, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে হার্দিকে বাজি ধরছেন যুবরাজ

স্পাের্টস ডেস্ক : দাদামা বেজে গিয়েছে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই বিশ্বকাপের ঢাকে কাঠি।

৩০মে থেকে ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে বসতে চলেছে পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপের আসর। আর আসন্ন বিশ্বকাপে অল-রাউন্ডার হার্দিককে ভারতের সেরা বাজি মনে কড়ছেন ২০১১ বিশ্বকাপজয়ী দলের প্রধান সদস্য যুবরাজ সিং।

এগারোর বিশ্বকাপে এই যুবরাজের অল-রাউন্ড পারফর্ম্যান্সের উপর ভর করেই বিশ্বকাপ ট্রফি জিতেছিল ভারতীয় দল৷ টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন যুবি। সেই যুবিই এবার আইপিএলে মুম্বই ফ্র্যাঞ্চাইজিতে৷ সেই ফ্র্যাঞ্চাইজির অন্যতম সেরা সম্পদ হার্দিক পান্ডিয়া। ‘কফি উইথ করন’ বিতর্ক থেকে ক্রিকেটের বাইশ গজে ফিরে যিনি এখন বিধংবী মেজাজে।

ব্যাট হাতে মিনি হেলিকপ্টার শটে আইপিএল জমিয়ে দিয়েছেন হার্দিক। সেই সঙ্গে বল হাতেও নিয়মিত উইকেট তুলে নিচ্ছেন দেশের পয়লা নম্বর অল-রাউন্ডার৷ ১৩ ম্যাচে ৩৮০ রানের পাশাপাশি ১২টি উইকেট তুলে নিয়েছেন হার্দিক৷ রয়েছে নাইটদের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে ব্যাক্তিগত সর্বোচ্চ ৯১ রানের ইনিংস।

বিশ্বকাপে হার্দিক তার এই বিধংসী মেজাজ ধরে রাখতে পারলে ভারতের সেরা বাজি হতে পারেন বলে মনে করছেন যুবরাজ। বৃহস্পতিবার মুম্বইয়ের ম্যাচ জয়ের পর হার্দিক প্রসঙ্গে যুবি বলেন, ‘কেরিয়ারের সেরা ফর্মে রয়েছে হার্দিক, ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভারতের সেরা সম্পদ৷ আশা করব ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপটা স্মরণ করে রাখবে পান্ডিয়া। ’ সঙ্গে যুবরাজ আরও জুড়েছেন, ‘ওর সঙ্গেও কথা হয়েছে৷ হার্দিককে বলেছি, ওর জন্য বিশ্বকাপটা স্পেশাল টুর্নামেন্ট হতে চলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়