শিরোনাম
◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত ◈ রোববার থেকে আবার গাউন পরতে হবে আইনজীবীদের

প্রকাশিত : ০১ মে, ২০১৯, ০২:৩৪ রাত
আপডেট : ০১ মে, ২০১৯, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়াসার এমডিকে সরবত খাওয়ানোর কর্মসূচি সবাইকে নাড়া দিয়েছে, বললেন বাণিজ্যমন্ত্রী

জিয়ারুল হক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ওয়াসার কাছ থেকে আমরা সবাই পানি কিনে খাই। এ পানি পরিষ্কার ও খাবারযোগ্য হওয়া জরুরি। তবে বিষয়টি দেখার জন্য আলাদা মন্ত্রণালয় ও সংস্থা রয়েছে। তাদের উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী। বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ওয়াসার পানির মান ও ওয়াসার এমডিকে একজন ভোক্তার শরবত পান করানোর কর্মসূচি সম্পর্কে বাণিজ্যমন্ত্রীর মতামত জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ওয়াসার এমডিকে ওয়াসার পানি দিয়ে শরবত পান করানোর কর্মসূচি সাম্প্রতিক সময়ের মধ্যে বেশ আলোচিত ঘটনা। আমাদের সবাইকে এ ঘটনাটি বেশ নাড়া দিয়েছে। বিষয়টিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আমি আশা করছি সংশ্লিষ্টরা বিষয়টি বেশ গুরুত্বর সাথে নিয়ে ওয়াসার পানিকে পরিষ্কার ও খাবারযোগ্য করে সরবরাহ করবেন।

মন্ত্রী আরো বলেন, ভোক্তরা সচেতন হলে সেবা সংস্থা এবং সেবাদাতা সবাই সচেতন হয়ে যাবেন।

টিপু মুনশি বলেন, ৬৪ জেলায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি, উপজেলাগুলোতে উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি এবং ৪ হাজার ৪৫০টি ইউনিয়ন পরিষদে ইউনিয়ন ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি প্রতিষ্ঠা করা হয়েছে। এসব কমিটির কাছে কেউ অভিযোগ করলে বিক্রেতাদের কাছ থেকে জরিমানা আদায় করে ক্ষত্রিগ্রস্ত ক্রেতাদের প্রদান করা হয়। কেউ ক্ষতিগ্রস্ত হলে যেকোনো দোকানদারের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে অভিযোগ দায়ের করতে পারবেন।

সূত্র : এনটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়