শিরোনাম
◈ ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন কী কাজ করবে, কেন কিছু দলের আপত্তি? ◈ গডফাদার’ মন্তব্য ঘিরে উত্তেজনা: চকরিয়ায় এনসিপির বিরুদ্ধে বিএনপির তীব্র প্রতিক্রিয়া (ভিডিও) ◈ গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল ◈ চরমপন্থা ও ফ্যাসিবাদ পুনর্বাসনের আশঙ্কা: সবাইকে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের ◈ অনেকেই এখনো ভাঙার কাজে ব্যস্ত, কিন্তু গড়ার কাজে কাউকে পাওয়া যায় না: মাহফুজ আলম ◈ জামায়াত আমির এখন কেমন আছেন? ◈ নতুন অস্ত্র? আকাশ থেকে কয়েক কোটি ভয়ানক মাছি ছাড়বে যুক্তরাষ্ট্র! (ভিডিও) ◈ ঢাকায় এসিসির সভা ভার‌তের স‌ঙ্গে বর্জন কর‌লো শ্রীলঙ্কা, আফগা‌নিস্তান ও ওমান ◈ একটি সুশাসনের রাষ্ট্র কায়েম করতে চাই: পরওয়ার ◈ গ্লোবাল সুপার লি‌গের ফাইনা‌লে গায়ানার কা‌ছে হে‌রে গে‌লো রংপুর রাইডা‌র্স

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৯, ০৫:২৬ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৯, ০৫:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জন্মনিয়ন্ত্রণে কানের দুল, ঘড়ি

ফাতেমা ইসলাম : জর্জিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি আবিস্কার করেছে এক অবিশ্বাস্য জন্মনিয়ন্ত্রণকারী গয়না। মানব জীবনকে আরো সহজ করতে এবং ওষুধের উপর থেকে নিয়ন্ত্রণ কমাতে তাদের এই আবিস্কার। একজোড়া কানের দুল বা হাতে ঘড়ি পরলেই আর বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে না। তাতেই হয়ে যাবে জন্মনিয়ন্ত্রণ। যা এক সময় জন্মনিয়ন্ত্রণকে গলায় মালা পরার মতোই সহজ করে তুলবে। চ্যানেল আই

ইউনিভার্সিটির জার্নালে প্রকাশিত এক গবেষণার খবরে বলা হচ্ছে, বিজ্ঞানীরা নতুন বিশেষ একটি প্যাচ তৈরি করেছে যেখানে জন্মনিয়ন্ত্রণকারী হরমোন থাকবে। আর সেটা সংযুক্ত থাকবে কানের দুল, আংটি, ঘড়ি বা অন্যান্য গয়নাতে। চামড়ার মাধ্যমেই হরমোনটা শরীরে যাবে এবং রক্তে মিশে যাবে।

মার্ক প্রসনিজ বলেন, ফার্মাসিউটিক্যাল জুয়েলারি একটি অভিনব পদ্ধতি যেটা জন্মনিয়ন্ত্রণ গ্রহণকে আরো ভালো করবে আর তাতে করে এটা ব্যবহার করতে মনে রাখা আরো বেশি সহজ হবে। জর্জিয়া টেকের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাথমিক পরীক্ষা বলছে জন্মনিয়ন্ত্রণের গয়নাগুলো পর্যাপ্ত পরিমাণে হরমোন সরবরাহ করতে পারে যাতে জন্মনিয়ন্ত্রণ হয়। নতুন এই পদ্ধতির লক্ষ্যই হলো ওষুধের উপর থেকে নিয়ন্ত্রণ কমানো, যেটা নিয়মিত নিতে হয়।

এর আগে শুকর এবং ইঁদুরের উপর এই গবেষণা চালিয়ে ইতিবাচক ফলাফল দেখা গেছে। তবে এখনো মানুষের উপর সেটা ব্যবহার করা হয়নি। গবেষণাটি পরিচালনা করেন ইউনিভার্সিটির পোস্টডক্টরাল ফেলো মোহাম্মদ মোফিদফার, সিনিয়র গবেষক বিজ্ঞানী লরা ও’ফারেল এবং ইউনিভার্সিটির স্কুল অব কেমিক্যাল এন্ড বায়োমলিকিউলার ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর মার্ক প্রসনিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়