শিরোনাম
◈ ডাকসু নির্বাচন: ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর শেষ দিনের প্রচারণা ◈ শিশুদের ডায়াবেটিস— ভবিষ্যতের জন্য বড় সতর্কবার্তা ◈ জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হলো যে আলোচনা ◈ নির্বাচন নিয়ে কিছু ব্যক্তি অযাচিতভাবে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছেন: মির্জা ফখরুল ◈ বাংলাদেশে চলছে পূর্ণ চন্দ্রগ্রহণ, রক্তিম রূপ ধারণ করেছে ‘চিরচেনা চাঁদ’ (ভিডিও) ◈ শেরপুরে দোজা পীরের পরিত্যক্ত  ভবন থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ ইনসাফের পক্ষে থাকলেই সে এনসিপির—হাসনাত আবদুল্লাহ ◈ রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সফল ◈ আরও বাড়লো স্বর্ণের দাম ◈ নতুন কূপের সন্ধান হবিগঞ্জে, মিলবে ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাস

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৯, ০১:৩২ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৯, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বশেমুরবিপ্রবিতে বিএনসিসির প্লাটুন উদ্বোধন

জাহিদুল ইসলাম:   গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর প্লাটুন উদ্বোধন হয়েছে। সোমবার ২৯ এপ্রিল সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের হলরুমে এ উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনসিসির সুন্দরবন রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরান আজাদ,মেজর শরীফ, বশেমুরবিপ্রবি আইন অনুষদের ডিন মোঃ আব্দুল কুদ্দুস মিয়া,জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. এ. সাত্তার, বিএনসিসির পিইউও মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া ,রেজিস্ট্রার প্রফেসর ড. নুরউদ্দিন আহমেদ, গনসংযোগ কর্মকর্তা মাহবুব আলম প্রমুখ।

এ সময় ইমরান আজাদ বলেন,
জ্ঞান, শৃঙ্ক্ষলা এবং স্বেচ্ছাসেবার মুলমন্ত্রে উজ্জীবিত হয়ে বশেমুরবিপ্রবিসহ সারাদেশে প্রায় ৫০০ টি প্রতিষ্ঠানে বিএনসিসির কার্যক্রম চালু আছে।দেশসেবার অনন্য সাধারণ ব্রত নিয়ে কাজ করছে বিএনসিসি।

সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন বলেন, বিএনসিসির কার্যক্রম ও শৃঙ্খলায় আমরা খুশি। ১৯৭১ সালে আমরা বাঙালি পাকিস্তানি সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম তখন আমাদের সকলের মধ্যে বিরাজ করেছিল দেশপ্রেমিকতা।তেমনি দেশপ্রেমিক মনোভাব নিয়ে বিএনসিসি তাদের কার্যাবলী সম্পাদন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময়ে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসির পুরুষ ও মহিলা প্লাটুনের ক্যাডেটগন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়