শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৯, ০৯:৩৭ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৯, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যতই নাম পাল্টাক স্বাধীনতার বিরোধীতা ও গনহত্যার দায় জামায়াতকে নিতেই হবে বললেন,শাহরিয়ার কবীর

রাইসা মনোয়ার: মুক্তিযুদ্ধের বিরোধীতা কারী দল জামায়াতে ইসলামী সংস্কার পন্থী নেতারা শনিবার নতুন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। মুক্তিযুদ্ধে বিরোধীতার জন্য ক্ষমা প্রার্থনা করার কথা বললে জামায়াতে তা নিয়ে বিরোধ দেখা দেয়। অনেকে বলছেন, জামায়াত সাপের মত খোলস পাল্টালেও স্বভাব বদলাবে না।

এ সর্ম্পকে একাওরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ডিবিসি নিউজকে বলেন, জামায়াতের মূল লক্ষ্য হল রাজনৈতিক ইসলাম প্রতিষ্ঠা। তাদের লক্ষ্য ক্ষমতায় যেতে হবে এবং ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। জামায়াত বলছে আমরা মানুষের তৈরী সংবিধান মানি না। কোরআন অনুযায়ী সংবিধান বানাতে হবে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ৭২ সংবিধানে ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করেছিলেন। ১৯৭২ সালের ৪ নভেম্বর সংবিধান গ্রহনের আগে বলেছিলেন, ধর্মের পবিত্রতা রক্ষার জন্য ধর্মকে রাজনীতি থেকে দূরে রাখতে হবে। জামায়াতে ইসলামী মনে করছে তারা ৭১ এর মানবতা বিরোধী অপরাধ থেকে অব্যাহতি পাবে কিংবা সন্ত্রাসী মূলক কর্মকান্ড থেকে অব্যাহতি পাবে । কোন অবস্থাতেই তারা অব্যাহতি পেতে পারে না। যতই নাম পাল্টাক না কেন তারা। দায় তাদের নিতেই হবে। ৭১’ সালে জামায়াতের দুটি অবস্থান ছিল। একটি হল স্বাধীনতা বিরোধীতা করা । আরেকটি হচ্ছে ঘাতক বাহিনী গঠন করে গনহত্যা করা ।

এখন তারা বলছে ৭১’ তাদের ভুল হয়েছিল। জামায়াতের সদস্যরা কি একবারও বলেছে ৭১’ গনহত্যার জন্য আমরা ক্ষমা প্রার্থী । তারা বলেনি। বললে তো দায়টা তাদের ঘাড়ে এসে পড়বে। সংগঠন হিসেবে জামায়াতকে কাঠগোড়ায় দাড়াতে হবে। তারা এখন বলছে তাদের রাজনৈতিক অবস্থান ঠিক ছিল না। তারা একবারও বলেনি, তারা আলবদর বাহিনী গঠন করে গণ হত্যা করেছিল। জামায়াতকে অপরাধের দায় নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়