শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৯, ০৭:৫৫ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৯, ০৭:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারীর কর্মসংস্থান বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধ লাভের অনন্য সুযোগ রয়েছে , জানিয়েছে বিশ্বব্যাংক

এইচ এম জামাল: গত দশকে নারীর কর্মসংস্থানে দক্ষিণ এশিয়ার যে কটি দেশ এগিয়ে গেছে বাংলাদেশ তাদের অন্যতম। এতে নারী ও পুরুষের মধ্যকার পারিশ্রমিকের ব্যবধান উল্লেখযোগ্য হারে কমে এসেছে। গতকাল প্রকাশিত বিশ্বব্যাংকের এক রিপোর্টে এ কথা বলা হয়েছে। তবে রিপোর্টে জেন্ডার সমতা সৃষ্টিতে নারীর কর্মসংস্থান সৃষ্টির এ গতি ধরে রাখার তাগিদ দেয়া হয়েছে। বাসস

রিপোর্টে ২০০৩ থেকে ২০১৬ পর্যন্ত নারী শ্রমশক্তির অংশগ্রহণ ২৬ থেকে ৩৬ শতাংশে বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশের অর্জন স্বীকার করে নিয়ে বলা হয়েছে, এখনো নিয়োগ, অর্থায়ন ও অর্থনৈতিক সম্পদের ওপর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর ক্ষমতা সীমিত। রিপোর্টে বলা হয়েছে, উচ্চমানের ও অধিক বেতনের চাকরিতে আরো বেশিসংখ্যক নারী নিয়োগ দেয়া হলে বাংলাদেশ আরো দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।

বাংলাদেশ ও ভুটানের দায়িত্বে নিয়োজিত বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত আবাসিক পরিচালক রবার্ট সাউম বলেন, বাংলাদেশ বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রসহ বহু ক্ষেত্রে নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠায় অগ্রগতি অর্জন করেছে। তবে নারীদের আরো অর্থনৈতিক ক্ষমতায়ন প্রয়োজন। রিপোর্টে বলা হয় নারী শ্রমশক্তি বৃদ্ধিতে সামাজিক ও অর্থনৈতিক বাধা অপসারণ করা গেলে দেশের উৎপাদনশীলতার এক গুরুত্বপূর্ণ অংশ অবারিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়