সালেহ্ বিপ্লব : গেলো মধ্যরাতে দিল্লী এয়ারপোর্টের ইমিগ্রেশন সিস্টেম সার্ভার ডাউন হয়ে গেলে বিশাল জট লেগে যায় ইমিগ্রেশন লাইনে। এয়ার ইন্ডিয়ার একজন কর্মকর্তা জানান, রাত ১২ টা ২০ মিনিটে সার্ভারে গোলযোগ দেখা দেয়। একটানা ৪০ মিনিট এ অবস্থা বজায় ছিলো। এনডিটিভি
প্রায় এক ঘণ্টার এ সিস্টেম গোলযোগের রেশ কাটাতে অনেকটা সময় লেগে যায় বিমানবন্দর কর্তৃপক্ষের। সার্ভারের সমস্যার কথা ঘোষণা করলেও কতোক্ষণ নাগাদ সমাধান মিলবে, কর্তৃপক্ষ সে কথা জানাতে পারেনি। অবশেষে বাধ্য হয়ে ম্যানুয়েলি ইমিগ্রেশন চেকিং শুরু করে কর্তৃপক্ষ।
ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভারতের ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি।