খালিদ আহমেদ : আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতি। সেই প্রস্তুতি শেষে কে কোন অবস্থায় আছে, ৫ মে থেকে আয়ারল্যান্ডে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে তা পরখ করে নেওয়ার সুযোগ পাচ্ছে টাইগার টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে ইনজুরির সঙ্গে লড়াই করে চলা ক্রিকেটারদের যাচাই করে নেয়ার দারুণ একটা উপলক্ষ হয়ে আসছে এই সিরিজ। তবে ওই সিরিজের সব ম্যাচে না-ও দেখা যেতে পারে মোস্তাফিজুর রহমানকে। গোড়ালির চোটে ভোগা কাটার-মাস্টারকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে নারাজ দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।
পেস বোলাররা এমনিতেই চোটপ্রবণ। মোস্তাফিজের চোটপ্রবণতা যেন একটু বেশিই। অল্প কয়েক বছরের ক্যারিয়ারে বেশ কয়েকবারই চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি। এবার তাই তাকে নিয়ে বেশ সতর্ক ওয়ালশ। মোস্তাফিজ ফিট থাকলে বিশ্বকাপে দলের জন্য বড় অবদান রাখতে পারবেন, ক্যারিবীয় কিংবদন্তির এমনই বিশ্বাস। তাই আয়ারল্যান্ড সিরিজে যেন তার ওপর বাড়তি চাপ দেয়া না হয়, টিম ম্যানেজমেন্টকে এই আহ্বান জানিয়েছেন তিনি। গোড়ালির চোট সারিয়ে উঠতে মোস্তাফিজকে পর্যাপ্ত সময় দেয়ার পক্ষে ওয়ালশ।
এবারই প্রথম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন মোস্তাফিজ। চোটাঘাত তার সেই রোমাঞ্চে কিছুটা হলেও বাঁধ সেধেছে। মিরপুরে সোমবার বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প শুরুর দিনে শিষ্যকে নিয়ে ওয়ালশ বলেছেন, ‘মোস্তাফিজ বিশ্বকাপে বড় ভূমিকা রাখতে পারে, যদি সে ফিট থাকে। যদিও আমি মনে করি না, আমরা একজন খেলোয়াড়ের ওপরই নির্ভর করব। সাকিব, ম্যাশ (মাশরাফি) এবং রুবেল ধারাবাহিক। ইনজুরির পর থেকে ফিজ (মোস্তাফিজ) পুরোপুরি ধারালো হয়ে ফিরেনি, তার কিছুটা চোট সমস্যা আছে।’
২০১৫ বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের সাফল্য-যাত্রায় বড় ভূমিকা রেখেছেন মোস্তাফিজ। ক্যারিয়ারের শুরুতেই এই বাঁহাতি বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা বধে। সেই মোস্তাফিজ বিশ্বকাপেও অধিনায়ক মাশরাফির বড় অস্ত্র হবেন, বাংলাদেশকে ম্যাচ জেতাবেন, এমনই প্রত্যাশা ওয়ালশের, ‘পুরো ফিট মোস্তাফিজ আপনাকে ম্যাচ জেতাতে পারে, তবে তাকে যতটা সম্ভব ফিট রাখতে হবে। আমার উদ্বেগ হলো, আমরা যেন তার ওপর বেশি চাপ দিয়ে না ফেলি। আয়ারল্যান্ডে যেন বেশি ব্যবহার না করি, সেটা হলে সে বিশ্বকাপে সতেজ হয়ে যেতে পারবে না।’