মোহাম্মদ মাসুদ : মোবাইল ইন্টারনেট ব্যবহারের উপর মূল্য সংযোজন কর, মূসক অব্যাহতি চেয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল অপারেটসর বাংলাদেশ ‘এমটব’। রোববার এনবিআরে ২০১৯-২০ অর্থ বছরের প্রাক বাজেট আলোচনায় এ প্রস্তাব দেয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে মোবাইল ইন্টারনেট ব্যবহারের জন্য ১১ দশমিক ২৫ শতাংশ কর দিতে হয় যা ব্রডব্যান্ড ইন্টারনেটের সাথে অসঙ্গতিপূর্ণ। পাশাপাশি সিম কার্ড বিক্রয়ের উপর আরোপিত সম্পূরক ও মূল্য সংযোজন করা প্রত্যাহারেরও দাবি জানান।
এছাড়া সিগারেট উৎপাদনে ১৫ শতাংশ ভ্যাট অব্যাহত রাখার দাবি জানায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ। অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে উৎপাদিত সকল কোমল পানীয় এর উপর শুল্ক হার কমানোর প্রস্তাব দেয় বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
আলোচনা শেষে এনবিআর চেয়ারম্যান সংশ্লিষ্ট খাত সমূহের প্রস্তাব বিবেচনার আশ্বাস দেন।