শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০১৯, ০৪:১৬ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৯, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি না হওয়া দুঃখজনক, দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে আগামী সাতদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেয়ার আহ্বান জানান জাহাঙ্গীর কবির নানক

হিমাদ্রি শেখর : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলনের আট মাস হয়ে গেলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি না হওয়া খুব দুঃখজনক ও দুর্ভাগ্যজনক। বাংলাদে.ণ মাননীয় প্রধানমন্ত্রী খুবই ক্ষুব্ধ হয়েছেন। আওয়ামী লীগের নেতৃবৃন্দ জরুরিভাবে এই সমস্যা সমাধানের জন্য ইতোমধ্যে নিজেদের মধ্যে বসেছেন ও আলোচনা করছেন।

তিনি বলেন, একসময় আমিও ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম। তখন সভাপতি ছিলেন আব্দুল মান্নান। আমাদের সময়ে সভাপতি ও সাধারণ সম্পাদক হবার তিনদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করেছিলাম। এ ধরনের সমস্যার সমাধানে প্রয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবে এবং আগামী সাতদিনের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগকে একটি পূর্ণাঙ্গ কমিটি দিতে সক্ষম হবে বলে মনে করেন জাহাঙ্গীর কবির নানক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়