শিরোনাম
◈ রাইসির নিখোঁজ নিয়ে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া ◈ দেশের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি ◈ রাইসির মৃত্যু হলে দায়িত্ব পাবেন ভাইস প্রেসিডেন্ট, ৫০ দিনের মধ্যে নির্বাচন ◈ ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার  ◈ উপজেলায় ভোট কম পড়ার বড় কারণ বিএনপির ভোট বর্জন: ইসি আলমগীর  ◈ ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ এমপি, খুঁজে পেতে ডিবিতে মেয়ে ◈ কুমিল্লায় ব্যবসায়ী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ◈ দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন: ৬১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, কোটিপতি ১১৬ জন: টিআইবি

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ১০:৪০ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুক্রবার অনুশীলন ক্যাম্পে ফিরছেন স্টিভ রোডস

নিজস্ব প্রতিবেদক : ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে আগামী সোমবার থেকে শুরু হতে যাচ্ছে অনুশীলন ক্যাম্প। ক্যাম্পে যোগ দিতে শুক্রবার ঢাকায় ফিরছেন টাইগারদের হেড কোচ স্টিভ রোডস।

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ থাকায় দেশের মাটিতে অনুশীলনের খুব বেশি সময় পাবেন না টাইগাররা। ২২ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ব্যাট-বলে শান দেয়ার সুযোগ পাবে বাংলাদেশ। তারপরই আয়ারল্যান্ডগামী বিমানে চড়বে টিম টাইগার্স।

আয়ারল্যান্ড সিরিজ শেষ হবে ১৮ মে। সেখান থেকে বাংলাদেশ সরাসরি চলে যাবে ইংল্যান্ডে, বিশ্বকাপে অংশ নিতে। ৩০ মে শুরু হয়ে বিশ্বকাপ চলবে ১৪ জুলাই পর্যন্ত। দুটি মিশনের জন্য আগামী তিন মাস ব্যস্ত সময় কাটাবে টাইগাররা।

২২ এপ্রিল ক্যাম্প শুরু হলেও ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করার সুযোগ পাবেন ক্রিকেটাররা। আগামী ১৯, ২১ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে সুপার লিগের শেষ তিন রাউন্ড।

জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটারই খেলছেন শিরোপার লড়াইয়ে থাকা আবাহনীর হয়ে। ওয়ানডে অধিনায়ক মাশরাফী ছাড়াও দলটিতে আছেন সৌম্য, মিঠুন, সাব্বির, মোসাদ্দেক, সাইফউদ্দিন, রুবেল। পয়েন্ট টেবিলের শীর্ষে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ। দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর সঙ্গে দুই পয়েন্টের ব্যবধান তাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়