শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ০৯:৫৬ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ০৯:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় ঠান্ডা পানীয়’র কদর বেড়েছে, চিকিৎসকরা বলছেন সাবধান

আসিফ হাসান কাজল : বৈশাখের শুরুতে রাজধানীসহ সারা দেশে গরমের তীব্রতা বেড়েছে। চলতি মাসেই আসছে তাপপ্রবাহ। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রী সেলসিয়াস। গরম বাড়তেই রাজধানীর বিভিন্ন বিপণী বিতানগুলোতে বেড়েছে ঠান্ডা কোমল পানীয় বিক্রি। রাস্তার পাশের অস্থায়ী দোকানগুলোতেও চলছে ঠান্ডা সরবত থেকে শুরু করে ঠান্ডা কফি ও আঁখের রস বেচাকেনা।

ধানমন্ডির ১৫ নম্বর সড়কের পাশেই দেখা যায় একটি কোল্ড কফিশপকে ঘিরে মানুষের জটলা। ঠান্ডা কফি পান করতে করতে নাজমুল হাসান নামের বেসরকারী বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্র বলেন, গরমের তীব্রতা থেকে বাঁচতেই প্রায় প্রতিদিন বন্ধুবান্ধব নিয়ে কোল্ড কফি পান করি। ধানমন্ডির ৬ নম্বর সড়কে চলছে বরফের সাথে আখের রস বিক্রি, আব্দুল নামের এক এক রিকশাচালক আখের রস পানরত অবস্থায় বলেন, এই রস পান করলে শরীরে অনেক প্রশান্তি লাগে।

বাংলাদেশ মেডিকেল কলেজ চিকিৎসক সৌরভ শিকদার বলেন, বাইরের আখের রসে বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে যা মানব দেহে রোগব্যাধির সংক্রামণ ছড়ায়। এছাড়াও যে পানি দিয়ে বরফ তৈরী হয় তা দূষিত। শুধুমাত্র ডাবের পানি ছাড়া বাইরের তেমন কোন পানীয় নিরাপদ নয়। সাময়িক শারীরিক প্রশান্তির ঠান্ডা কফি, বরফ দিয়ে তৈরী আখের রস পান করাকে মানব শরীরের জন্য অত্যন্ত বিপজ্জনক ও ক্ষতিকর।

বিএসএমএমইউ চিকিৎসক আহসান হাসিব বলেন, গরমের তীব্রতার কারণে হিথস্ট্রোক ও ডিহাইড্রেটেড হওয়ার সম্ভাবনা অনেক বেশী। সুস্থ থাকতে দিনে অন্তত ২-৩ বার গোসল করা ও প্রচুর পানি পান ছাড়াও রোদের তাপে কম ঘুরাঘুরি করা উচিৎ। তিনি আরোও বলেন, ডাব ও স্যালাইনযুক্ত পানি পান করা মানব শরীরের জন্য এসময় সবচেয়ে উপকারী ও নিরাপদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়