বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় সংগীত শিল্পী সুবীর নন্দী জটিল অবস্থার মধ্যে বিরাজ করছেন। বিষয়টি জানিয়েছেন জাতীয় বার্ণ ইউনিট অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। সোমবার (১৫ এপ্রিল) বিকেলে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ সুবীর নন্দীর সাথে আমার পারিবারিক সম্পর্ক। আজ সকালে আমি তাকে একবার দেখতে আসছিলাম। এখন এখানে আবার আসছি। এখানে অনেক জটিল অবস্থায় রয়েছেন তিনি। অনেক আগে থেকে তার নানা ধরণের সমস্যা ছিলো। । ডায়াবেটিস, হার্ট ও কিডনিতে সমস্যা রয়েছে তার। গতকাল তার মারাত্মক কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে তাকে।
উল্লেখ্য,রোববার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে হার্ট অ্যাটাক হওয়ায় তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। বর্তমানে লাইফ সাপোর্টে ৭২ ঘন্টার পর্যাবেক্ষণে রাখা হয়েছে।