শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০১৯, ০৪:১৯ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৯, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুরির অভিযোগ: দুই শিশুর আঙুলে সুঁই ঢুকিয়ে রাতভর নির্যাতন

নিউজ ডেস্ক: ফেনীর ছাগলনাইয়া পৌর সদরের দক্ষিণ মটুয়া এলাকায় চুরির অপবাদ দিয়ে দুই শিশুকে আটক করে রাতভর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১২ এপ্রিল) জুমার নামাজের পর পুলিশ দক্ষিণ মটুয়ায় গিয়ে তালাবদ্ধ ঘর থেকে শিশুদের উদ্ধার করে। গ্রেফতার করা হয়েছে নির্যাতনকারী দু’জনকে। সূত্র: যুগান্তর

নির্যাতনের শিকাররা হল- দক্ষিণ মটুয়া ওয়ার্ডের জহির উদ্দিনের ছেলে বাকপ্রতিবন্ধী ফয়সাল আহমদ ও আবদুল মান্নানের ছেলে আবদুর রহমান।

আটকরা হলেন- দক্ষিণ মটুয়া ওয়ার্ডের রুহুল আমিনের ছেলে মোহাম্মদ বাবলু ও জাহিদুল ইসলাম সাদ্দাম।

ছাগলনাইয়া থানার ইন্সপেক্টর তদন্ত সুদ্বীপ রায় পলাশ জানান, বাবলুর ঘরের টাকা চুরির সন্দেহে বৃহস্পতিবার সন্ধ্যায় আবদুর রহমান ও ফয়সালকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় বাবলু ও তার ভাই সাদ্দাম। তারা দুই শিশুকে একটি কক্ষে আটক করে লাঠি ও বৈদ্যুতিক তার দিয়ে পেটাতে থাকে। স্বীকারোক্তি আদায়ের জন্য দুই শিশুর আঙুলে সুঁই ফোটায় তারা। প্লাস দিয়ে নখ তুলে নেয়ার জন্য চেষ্টা চালায় নির্যাতনকারীরা। শুক্রবার শিশুদের উদ্ধার করে ছাগলনাইয়া হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থল থেকে দুই নির্যাতনকারীকে আটক করা হয়। এ ঘটনায় শিশু ফয়সালের বাবা জহির উদ্দিন বাদী হয়ে থানায় শিশু আইনে মামলা করেন। ইন্সপেক্টর তদন্ত আরও জানান, শিশু দু’জন রাতে থানা হেফাজতে থাকবে। সকালে তাদের আদালতে নিয়ে যাওয়া হবে। ছাগলনাইয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শোয়েব ইমতিয়াজ নিলয় জানান, দুই শিশুর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। শরীরের বিভিন্ন স্থানে চামড়া উঠে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়