শিরোনাম
◈ বেলজিয়ামের রানি এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ ◈ ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ তিন বছরের জন্য বিপিএলে যুক্ত হচ্ছে  ◈ নিউইয়র্কের বিমানবন্দরে আখতারের ওপর ডিম নিক্ষেপকারী আ.লীগ কর্মী আটক ◈ তরুণদের ঐক্য, সামাজিক ব্যবসা ও প্রযুক্তির শক্তিতেই বদলাবে বিশ্ব: প্রধান উপদেষ্টা ◈ এশিয়া কাপের ফাইনা‌লে খেলার এখনও সুযোগ রয়েছে পাকিস্তানের?  ◈ নিউইয়র্কে এনসিপি নেতা আখতারের ওপর ডিম নিক্ষেপ করেছেন আওয়ামী লীগের-নেতাকর্মীরা ◈ ফরা‌সি উইঙ্গার উসমান ডে‌ম্বে‌লে পে‌লেন ২০২৫ সা‌লের ব্যালন ডি’অর  ◈ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ◈ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কবে, জানাল ইসি ◈ সৌদি আরবের সঙ্গে সাধারণ শ্রম চুক্তি করবে বাংলাদেশ

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০১৯, ০৩:৪৬ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০১৯, ০৩:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোড়া ফর্মুলা

খালেদ মুহিউদ্দিন : আমি দুই মেয়ের সঙ্গে থাকি। সকালের স্কুল, রাতের অফিস, পরীক্ষা ইত্যাদি কারণে ছোটজনের সঙ্গে খুব আলাপ হয় না ইদানীং। পুরো সপ্তাহজুড়ে বড়জন খুব বিচলিত-নুসরাতের মৃত্যুতে যা আরও তীব্র। মেয়েটা মরে যাওয়ার পরে অনেকেই দেখছি বেদনায় আচ্ছন্ন। ৬ এপ্রিল মেয়েটার গায়ে আগুন লাগার পর যখন জেনেছি তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে তখন থেকেই মেয়েটার যন্ত্রণার শেষ চেয়েছি। কারণ এতোখানি পোড়ার পরও যদি সে অলৌকিক কিছুতে বেঁচে যেতো, নিশ্চিত জানি আমরা তাকে মেরে ফেলতাম।

পাঁচদিন সে মরেনি এর মধ্যে আমরা খুঁড়ে খুঁড়ে কতো কিছুই না বার করেছি। আরও নিশ্চয়ই করতাম। তার জ্ঞান ছিলো, সে নিশ্চয়ই জানতো তার বিরুদ্ধে মিছিল হচ্ছে। যারা সেই মিছিলে শামিল হচ্ছেন আর যার বিরুদ্ধে আনা হয়েছে অভিযোগ সেই অধ্যক্ষ সিরাজউদ্দৌলা তারা সবাই তো এই দেশেরই মানুষ। আমরা কোনো কিছু নিয়ে সর্বোচ্চ আলোড়িত হই, কিছু একটা দাবি করি আর বেশিরভাগ ক্ষেত্রে অন্যের ঘাড়ে দায় চাপাই। তারপর আমরা আর আগ্রহ পাই না। পাই।

যদি জানতে পারি ঘটনার পেছনে একটা বা অনেকগুলো অন্য ঘটনা আছে। তাই কিছু নিয়ে অনেককে আলোড়িত হতে দেখলেই আমার সংশয় হয়, মনে হয় দ্রুত আমরা একটি এন্টি থিসিস বানিয়ে ফেলবো। খুঁজে বার করবো স্থান, কাল, পাত্র, পোশাক বা ক্ষমতার কোনো সাব-টেক্সট। তারপর অন্যদের বিভ্রান্তিতে ফেলবো আর নিজেরা আরও বেশি বিভ্রান্ত হয়ে যাবো। তার চেয়ে আমাদের চলতি ফর্মুলাই ভালো। প্রথমে ঘাগুলো ব্যান্ডেজে ঢেকে রাখুন, পরে কাফনে মুড়িয়ে মাটিচাপা দিন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়