শিরোনাম
◈ ৪ সংস্কার কমিশনের যে ১৬ সুপারিশ বাস্তবায়ন করলো সরকার ◈ মাঝপথে অসুস্থ যাত্রী, লন্ডনগামী বিমান নামল ইস্তাম্বুলে ◈ প্রবাসীদের সুখবর দিলো ইসি ◈ সাবেক সিইসি রকিবউদ্দীনসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ তারেক রহমানই হবেন বিএনপির প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির ◈ বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন চুক্তি সই ◈ রামগতিতে মাছ ধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জেলে দগ্ধ ◈ চালকের ঘুমে প্রাণ গেল ৭ জনের, এখনো গ্রেপ্তার হয়নি অভিযুক্ত চালক ◈ বিএনপি যুগপৎ আন্দোলনের সমমনা দলগুলোকে নিয়ে নির্বাচনে যাওয়ার ইঙ্গিত দিলেন সালাহউদ্দিন আহমদ (ভিডিও)

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০১৯, ১১:১৭ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০১৯, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে অপহৃত সরকারি কর্মচারী উদ্ধারসহ অপহরণকারী চক্রের সদস্য আটক

সুজন কৈরী : রাজধানীর সবুজবাগ থেকে অপহৃত সরকারি কর্মচারী মো. আকরাম হোসেন (৪০)কে উদ্ধারসহ অপহরণ চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। তার নাম সাজ্জাদ হোসেন অন্তর (২৫)। আকরাম সড়ক ও জনপদ অধিদফতরের ডেমরা ও সায়েদাবাদ অঞ্চলের ওয়ার্ক সুপারভাইজর হিসেবে কর্মরত।

র‌্যাব-১০ এর উপ অধিনায়ক মেজর মো. আশরাফুল হক জানান, ডেমরার হাজী নগর এলাকার বাসিন্দা মৃত আরশেদ আলী শেখের ছেলে ও সরকারি কর্মচারী আকরামকে অপহরণকারী একটি চক্র প্রলোভিত করে রাজধানীর সবুজবাগের ১০১/ডি নম্বরস্থ ৬ষ্ঠ তলা বাড়ির নিচ তলায় একটি ফ্লাটে আটকে রাখে। অপহরণ চক্রটি আকরামের হাত পা বেধে পিস্তল, চাপাতি, চাকু দিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে তার পরিবারের লোকজনের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ভীত সন্ত্রস্ত হয়ে পরিবারের লোকজন বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা অপহরণকারী চক্রকে দেয়। এ ঘটনায় আকরামের ছেলে ব্যাটালিয়নে অভিযোগ দেন। এর প্রেক্ষিতে রোববার অভিযান চালিয়ে সবুজবাগের ওই বাসা থেকে হাত পা বাধা অবস্থায় আকরামকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী চত্রের সদস্য সাজ্জাদকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় অপহরণে কাজে ব্যবহৃত ১টি খেলনা পিস্তল, ১টি চাপাতি, ২াট চাকু ও ২টি মোবাইল ফোনসেট ও মুক্তিপণ বাবদ নেয়া ৩০ হাজার টাকা।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, অভিযানকালে ঘটনাস্থল থেকে মোছা. দিপা (২৮), মো. সজল (২২), মো. ফারুক হোসেন (১৮) ও মো. মহসিন (১৯) নামের চারজন কৌশলে পালিয়ে যায়। তবে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় সবুজবাগ থানায় আকরাম বাদি হয়ে একটি অপহরণের মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়