শিরোনাম
◈ ইনু, মেনন ও পলককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ ◈ জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ বাংলাদেশিদের ভিসা বন্ধে কলকাতার ব্যবসায়ীদের ক্ষতি ৫০০০ কোটি রুপি ◈ আয়কর, ভ্যাট, শুল্ক আদায়ে ব্যর্থতা ও ব্যাংক খাতের স্থবিরতা নিয়ে টিআইবির উদ্বেগ ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের একই আইনজীবী নিয়ে বার্গম্যানের প্রশ্ন ◈ ছাত্রলীগ পরিচয়ে নির্যাতনের অংশীদার হতেন ‘ছাত্রশিবিরের নেতা-কর্মীরা’, দিলেন অনেকের পরিচয়: আবদুল কাদেরের ফেসবুক পোস্ট ◈ সি‌লেট স্টে‌ডিয়া‌মে হ‌বে বাংলা‌দেশ - নেদারল্যান্ডস সিরিজের সব ম‌্যাচ ◈ বৈষম্যবিরোধী আন্দোলন থেকে সরকার পতন: এক বছরে বৈষম্য কতটা দূর হলো? ◈ ইয়েমেন উপকূলে শরণার্থীবোঝাই নৌকাডুবি, ৫৪ লাশ উদ্ধার ◈ ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী নীতি আ‌মে‌রিকার  রাজ‌নৈ‌তিক ঝু‌কি বাড়া‌চ্ছে: অর্থনৈতিক বিশেষজ্ঞদের মত

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০১৯, ০২:৫৮ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০১৯, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে রাজনৈতিক পোস্ট দেওয়ায় ইউজারের বাড়িতে হানা ফেসবুক প্রতিনিধির

রাশিদ রিয়াজ : ইউজারের গোপনীয়তায় আঘাত হানার অভিযোগ উঠল ফেসবুকের বিরুদ্ধে। রাজনৈতিক পোস্ট করলে ইউজারের বাড়িতে গিয়ে যাচাই করছেন ফেসবুকের প্রতিনিধিরা। সম্প্রতি দিল্লির এক ইউজারের সঙ্গে ঘটেছে এমন ঘটনা।

রাজনীতি নিয়ে কোনও কনটেন্ট ফেসবুকে লেখা হলে, ইউজারের বাড়ি গিয়ে তা খতিয়ে দেখছেন মার্ক জুকারবার্গের সংস্থার কর্মকর্তারা। লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের নির্দেশেই এমনটা করা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। একে ফেসবুকে বেনজির পদক্ষেপ বলে মনে করছেন অনেকে। ঠাট্টা নয়। বাস্তবেই ঘটেছে এমন ঘটনা।

দিল্লির এক ইউজারের বাড়িতে ফেসবুকের কর্মকর্তারা এমনভাবে জিজ্ঞাসাবাদ শুরু করেন তা দেখে ইউজারের মনে হয়েছে, ‘দেখে মনে হচ্ছিল পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য বাড়িতে পুলিশ এসেছে। ফেসবুকে যে রাজনৈতিক লেখাটি তার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে, সেই ব্যক্তি আমিই কি না, তা খতিয়ে দেখতে আমার আধার ও অন্যান্য তথ্য দেখতে চাইলেন ফেসবুকের প্রতিনিধি।’

শুধুমাত্র একটা পোস্টের জন্য ফেসবুকের কর্মকর্তা তার বাড়িতে হানা দেওয়ায় তাজ্জব হয়ে গিয়েছেন ওই ইউজার। তার প্রশ্ন, ‘এটা খুবই দুঃখজনক। একজন ইউজারের সঙ্গে কীভাবে এটা করতে পারে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম? ইউজারের গোপনীয়তা তাহলে কীভাবে রক্ষিত হবে? কোথাও এমন কোনও ঘটনার কথা আগে শুনিনি। এটা কি সরকারের নির্দেশেই করা হচ্ছে? প্রশ্ন তোলেন ওই ইউজার।

এ ব্যাপারে ফেসবুকের কী প্রতিক্রিয়া, তা জানতে তাদের দুটি ই মেল পাঠালেও তার কোনও জবাব আসেনি। আইনি বিশেষজ্ঞদের মতে, এই কাজের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে শাস্তি দেওয়া উচিত। ভারতের শীর্ষ সাইবার আইন বিশেষজ্ঞ তথা সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট পবন দুগ্গল বলেছেন, ‘এই কাজ নিঃসন্দেহে ইউজারের গোপনীয়তায় আঘাত। নির্দিষ্ট আইনবলে শুধুমাত্র রাষ্ট্র এটা করতে পারে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়