শিরোনাম
◈ রাইসির হেলিকপ্টারের অবস্থান শনাক্ত, উদ্ধারে সহযোগিতা করবে বিভিন্ন দেশ ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম, ভ‌রি এক লাখ ১৯ হাজার ৫শ টাকা ◈ রাইসির মৃত্যু হলে দায়িত্ব পাবেন ভাইস প্রেসিডেন্ট, ৫০ দিনের মধ্যে নির্বাচন ◈ পুলিশকে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে: আইজিপি ◈ ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার  ◈ বিএনপির নেতাকর্মীদের কারাগারে পাঠানো সরকারের প্রধান কর্মসূচি: মির্জা ফখরুল ◈ উপজেলায় ভোট কম পড়ার বড় কারণ বিএনপির ভোট বর্জন: ইসি আলমগীর  ◈ আত্মহত্যা করা জবির সেই অবন্তিকা সিজিপিএ ৩.৬৫ পেয়ে আইন বিভাগে তৃতীয় ◈ ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ এমপি, খুঁজে পেতে ডিবিতে মেয়ে ◈ কুমিল্লায় ব্যবসায়ী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০১৯, ১২:২৮ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০১৯, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্ধারিত ওভার ব্যাটিং করতে না পারাটা বিবৃতিকর বলে মনে করছেন সুজন

নিজস্ব প্রতিবেদক: চলতি ডিপিএলে জাতীয় দলের সেরা ক্রিকেটার ও বিদেশী তারকায় সাজানো দল আবাহনী লিমিটেড। কিন্তু রোববার লিজেন্ড অব রূপগঞ্জের বিপক্ষে ৩৯ ওভার ১বলে ১২২ রানে অল আউট হয়ে যায় দলটি। বিষয়টি সহজে মেনে নিতে পারছেন না আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন।

মিরপুরে টসে হেরে আগে ব্যাট করে শুভাশিষ রয় ও মোহাম্মদ শরিফের বোলিং তোপের মুখে পড়ে আবাহনীর টপ অর্ডার। স্কোরবোর্ডে ২৯ রান তুলতেই উপরের সারির পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে বসে তারা। সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেনি সবার আগে সুপার লিগ নিশ্চিত করা আবাহনী। অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত অপরাজিত ৪০ রানের ইনিংস খেলে আবাহনীকে মান বাঁচিয়েছেন।

এই বিষয় নিয়ে সাংবাদিকদের কোচ সুজন বলেন, ‘সবচেয়ে বড় বিব্রতকর হল, আমরা এই ব্যাটিং লাইন আপ নিয়ে ৫০ ওভার ব্যাট করতে না পারা। আমরা ২৪০ করেও হারতে পারতাম, ক্রিকেট খেলায় হারতেই পারি। কিন্তু ৫০ ওভার ব্যাট করতে পারিনি, এটা আমাদের জন্য বড় বিষয়।’

তিনি আরো বলেন, ‘ আমাদের জন্য অবশ্যই টসটা তো গুরুত্বপূর্ণ ছিল। তারপরও আমাদের ব্যাটিং মান অনুযায়ী হয়নি। আবাহনী যেই রকম ব্যাটিং সাইড, সেই হিসেবে আরও ভালো হওয়ার উচিত ছিল। আমরা হয়তো আজ ২৮০ করতে পারতাম। ২২০-২৩০ হলেও ফাইট করা যেত।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়