স্পোর্টস ডেস্ক : আজলান শাহ হকিতে মালয়েশিয়ার মাটিতে শেষ কোয়ার্টার সমতায় ফেরার পর শুট আউটে ভারতকে ৪-২-এ হারিয়ে দেয় দক্ষিণ কোরিয়া। কিন্তু ফলাফলের থেকেও বেশি মনে দাগ কেটে গিয়েছে দক্ষিণ কোরিয়ার একটা শুট-আউট গোল। দক্ষিণ কোরিয়ার অধিনায়ক লি নাম ইয়ং মাঠে এক ম্যাজিকাল মুহূর্ত তৈরি করলেন যখন ভারতের গোল কিপার কিষান বি পাঠকের মাথার উপর দিয়ে স্কুপ করে বল গোলে পাঠিয়ে জয় নিশ্চিত করলেন।
লি নাম ইয়ংয়ের সেই পেনাল্টি গোলের ভিডিও কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আলোচনা শুরু হয়ে যায় এটাই কী সেটা পেনাল্টি গোল হকিতে।
ফাইনালের আগে পর্যন্ত টুর্নামেন্টের ফেভারিট ছিল পাঁচবারে চ্যাম্পিয়ন ভারতই। ষষ্ঠ ট্রফি দেশে নিয়ে আসা ছিল শুধু সময়ের অপেক্ষা ছিল। তার উপর যখন লড়াই ছিল পাঁচের সঙ্গে ১৭ নম্বরের তখন ভরসাটা আরও অএকটাই বেশি ছিল।
ভারত শুরুটাও করেছিল চেনা ছন্দেই। ন'মিনিটেই ভারতকে এগিয়ে দিয়ছিলেন সিমরানজিৎ সিং। এর পর ভারতের ফরোয়ার্ডদের কড়া রক্ষণে আটকে দেয় কোরিয়া। এবং সমতায় ফেরার লড়াই চালাতে থাকে। এর পর ৪৭ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে সমতায় ফেরে কোরিয়া। ভিডিও রেফারেল নিয়েও কাজ হয়নি ভারতের।
ম্যাচ শেষের দু'মিনিট আগে পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি ভারত। এর পরই ম্যাচ চলে যায় শুট-আউটে। ভারত চতুর্থ ও পঞ্চম বার গোল করতে পারে। অন্য দিকে কোরিয়া তাদের শুধু তৃতীয় শটটা গোলে পাঠাতে পারেনি। যার ফলে তৃতীয়বারের জন্য আজলান শা কাপ জিতে নিল কোরিয়া। এনডিটিভি
https://twitter.com/i/status/1112383781749563394