শিরোনাম
◈ কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে উত্তাল খুলনা, প্রেস সচিবকে ঘিরে আন্দোলনকারীদের অবস্থান ◈ বিষাক্ত কীটনাশক বন্ধে প্রয়োজনে রাস্তায় নামবো: উপদেষ্টা ফরিদা আখতার ◈ টাঙ্গাইল যৌনপল্লীতে অগ্নিকাণ্ড, ১২টি ঘর পুড়ে ছাই ◈ কোটালীপাড়ায় আওয়ামী লীগ নেতা হরগবিন্দ বিশ্বাস গ্রেপ্তার ◈ শিগগিরই হতে পারে রোডম্যাপ ঘোষণা, প্রস্তুতি নিচ্ছে ইসি ◈ চট্টগ্রামে সরবরাহ বাড়লেও স্বস্তি মেলেনি সবজির বাজারে, বেড়েছে ব্রয়লার মুরগির দাম ◈ মধুপুরের জঙ্গলে গভীর রাতে ঘোড়ার মাংস প্রক্রিয়াকরণ, একজন আটক ◈ শিক্ষা কর্মকর্তার অবহেলায় সুবর্ণচরে ৫৪টি বিদ্যালয়ের বরাদ্দ ফেরত ◈  শেরপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে নবজাতক কন্যা শিশু চুরির ঘটনায় তোলপাড়  ◈ আওয়ামী লীগ ছেড়ে ইসলামী আন্দোলনে ঝিনাইদহের আলম বিশ্বাস

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০১৯, ০৯:০৪ সকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০১৯, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হকির ইতিহাসে সর্বকালের সেরা পেনাল্টি শুট আউট ছিল এটা (ভিডিও)

স্পোর্টস ডেস্ক : আজলান শাহ হকিতে মালয়েশিয়ার মাটিতে শেষ কোয়ার্টার সমতায় ফেরার পর শুট আউটে ভারতকে ৪-২-এ হারিয়ে দেয় দক্ষিণ কোরিয়া। কিন্তু ফলাফলের থেকেও বেশি মনে দাগ কেটে গিয়েছে দক্ষিণ কোরিয়ার একটা শুট-আউট গোল। দক্ষিণ কোরিয়ার অধিনায়ক লি নাম ইয়ং মাঠে এক ম্যাজিকাল মুহূর্ত তৈরি করলেন যখন ভারতের গোল কিপার কিষান বি পাঠকের মাথার উপর দিয়ে স্কুপ করে বল গোলে পাঠিয়ে জয় নিশ্চিত করলেন।

লি নাম ইয়ংয়ের সেই পেনাল্টি গোলের ভিডিও কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আলোচনা শুরু হয়ে যায় এটাই কী সেটা পেনাল্টি গোল হকিতে।

ফাইনালের আগে পর্যন্ত টুর্নামেন্টের ফেভারিট ছিল পাঁচবারে চ্যাম্পিয়ন ভারতই। ষষ্ঠ ট্রফি দেশে নিয়ে আসা ছিল শুধু সময়ের অপেক্ষা ছিল। তার উপর যখন লড়াই ছিল পাঁচের সঙ্গে ১৭ নম্বরের তখন ভরসাটা আরও অএকটাই বেশি ছিল।

ভারত শুরুটাও করেছিল চেনা ছন্দেই। ন'মিনিটেই ভারতকে এগিয়ে দিয়ছিলেন সিমরানজিৎ সিং। এর পর ভারতের ফরোয়ার্ডদের কড়া রক্ষণে আটকে দেয় কোরিয়া। এবং সমতায় ফেরার লড়াই চালাতে থাকে। এর পর ৪৭ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে সমতায় ফেরে কোরিয়া। ভিডিও রেফারেল নিয়েও কাজ হয়নি ভারতের।

ম্যাচ শেষের দু'মিনিট আগে পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি ভারত। এর পরই ম্যাচ চলে যায় শুট-আউটে। ভারত চতুর্থ ও পঞ্চম বার গোল করতে পারে। অন্য দিকে কোরিয়া তাদের শুধু তৃতীয় শটটা গোলে পাঠাতে পারেনি। যার ফলে তৃতীয়বারের জন্য আজলান শা কাপ জিতে নিল কোরিয়া। এনডিটিভি

https://twitter.com/i/status/1112383781749563394

  • সর্বশেষ
  • জনপ্রিয়