শিরোনাম

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০১৯, ০৯:১৭ সকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০১৯, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুক্রবার প্রেক্ষাগৃহে মিষ্টির ‘তুই আমার রানি’

বিনোদন প্রতিবেদক : আগামী শুক্রবার ৫ এপ্রিল সারাদেশের ৬০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নায়িকা মিষ্টি জান্নাত অভিনীত যৌথ প্রযোজনার সিনেমা ‘তুই আমার রানি’। এতে মিষ্টির সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেতা সুর্য। যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন বাংলাদেশের সজল আহমেদ ও ভারতের পীযূষ সাহা। সিনেমাটি বাংলাদেশের পর ১২ এপ্রিল কলকাতায় মুক্তি পাবে।

সিনেমাটির মুক্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
এ সময় নির্মাতা সজল আহমেদ বলেন, যৌথ প্রযোজনার নীতিমালা মেনেই আমরা ‘তুই আমার রানি’ নির্মাণ করেছি। দর্শকদের জন্য পুরোপুরি বিনোদনমূলক একটি সিনেমা এটি। শুক্রবার ৫ এপ্রিল বাংলাদেশে ও পহেলা বৈশাখ উপলক্ষে কলকাতায় সিনেমাটি মুক্তি পাচ্ছে। এছাড়া আরও চারটি দেশে মুক্তি মুক্তি পাবে সিনেমাটি।

ছবিটি নিয়ে নায়িকা মিষ্টি জান্নাত বলেন, আমি ডেন্টালে পড়াশোনা করেছি আবার ব্যবসাও করছি। তাই আমার পেশা চিকিৎসা অথবা ব্যবসা হতে পারতো। কিন্তু সিনেমার প্রতি ভালোবাসার কারণে সিনেমায় কাজ করছি। আমি চাই বরাবর সিনেমাতে ভালো কাজ করতে। ‘তুই আমার রানি’র জন্য অনেক পরিশ্রম করেছি। আর এই ছবিতে দর্শকরা বেশকিছু ম্যাসেজ পাবেন। ছয়টি দেশে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ভেবে খুব ভালো লাগছে। দর্শকরা আমার সিনেমাটি দেখবে আর সামনে আরও অনেক ভালো ভালো কাজ কারার উৎসাহ দিবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। অভিনেত্রী রেবেকা, কমেডি অভিনেতা সজলসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয় ‘তুই আমার রানি’ ছবিটি পর্যায়ক্রমে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই ও কানাডায়ও এটি প্রদর্শিত হবে।

বাংলাদেশের হ্যাভেন মাল্টিমিডিয়া ও কলকাতার প্রিন্স এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে ছবিটি। ছবিতে মিষ্টি-সূর্য ছাড়াও আরও অভিনয় করেছেন, রেবেকা, সজল, আবু হেনা রনি, ভারতের রাজেশ শর্মা, সুপ্রিয় দত্ত, দোলন, কাঞ্চন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়