শিরোনাম
◈ রাজধানীর কালশী ট্রাফিক বক্সে আগুন দিলো ব্যাটারি রিকশা চালকরা ◈ ঢাকা মহানগরীতে ব্যাটারি-মোটরচালিত রিকশা চললেই ব্যবস্থা: বিআরটিএ ◈ বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে’ কেএনএফের ৩ সদস্য নিহত ◈ মিরপুরে অটোরিকশা চালকদের অবরোধে ৩ বাস ভাঙচুর ◈ সৌদি বাদশাহ সালমান অসুস্থ, নেওয়া হয়েছে ক্লিনিকে ◈ সাঁতারের পোশাকে প্রথম ফ্যাশন শো সৌদিতে ◈ ওএমএস বিতরণে গাফলতি হলে জেল জরিমানার হুশিয়ারি খাদ্যমন্ত্রীর ◈ তৃতীয় দেশ দু-একশ জনকে আশ্রয় দিয়ে রোহিঙ্গাদের মিয়ানমার ছাড়তে উৎসাহিত করছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে: ওবায়দুল কাদের ◈ বর্জ্য ব্যবস্থাপনার সামান্য অর্থ বাঁচাতে গিয়ে দেশকে ধ্বংস করবেন না: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০১৯, ০৩:১০ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০১৯, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক লাফে ১২ ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ের সেরা দশে ফিঞ্চ

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন অ্যারন ফিঞ্চ। আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ঢুকেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক। রোববার পাঁচ ম্যাচ সিরিজে পাকিস্তানকে ৫-০ তে হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়া। সিরিজে দুই সেঞ্চুরিতে ১১২.৭৫ গড়ে ফিঞ্চ করেন ৪৫১ রান।

সোমবার আইসিসির প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজের শাই হোপের সঙ্গে যৌথভাবে নবম স্থানে আছেন ৩২ বছর বয়সি এই ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার অন্য ব্যাটসম্যানদের মধ্যে ফিঞ্চের ওপেনার সঙ্গী উসমান খাজা ছয় ধাপ (১৯তম), গ্লেন ম্যাক্সওয়েল ১০ ধাপ (২৩তম), শন মার্শ তিন ধাপ (৪৪তম) এগিয়েছেন।

পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে হারিস সোহেল ৩৩ ধাপ এগিয়ে ৫৮তম ও মোহাম্মদ রিজওয়ান ৪৫ ধাপ এগিয়ে ১০১তম স্থানে আছেন। বোলারদের র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জামপা চার ধাপ এগিয়ে ৪৫তম, নাথান কোল্টার-নাইল ১১ ধাপ এগিয়ে ৪৯তম, ঝাই রিচার্ডসন নয় ধাপ এগিয়ে ৩৮তম, পাকিস্তানের ইমাদ ওয়াসিম সাত ধাপ এগিয়ে ৩৭তম স্থানে আছেন।

দলীয় র‍্যাঙ্কিংয়ে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তবে সিরিজ জিতে পাঁচে থাকা অস্ট্রেলিয়া (১০৮) অর্জন করেছে পাঁচ পয়েন্ট, ছয়ে থাকা পাকিস্তান (৯৭) হারিয়েছে পাঁচ পয়েন্ট। দুই দলের এক পয়েন্টের ব্যবধানটা বেড়ে হয়েছে এখন ১১। ১২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড।

ব্যাটসম্যান, বোলার ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে আগের মতো শীর্ষে আছেন যথাক্রমে ভারতের বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ ও আফগানিস্তানের রশিদ খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়