শিরোনাম
◈ পিআর পদ্ধতির দাবিকে ঘিরেই কী আসছে নতুন নির্বাচনি সংকট ◈ নিরপেক্ষতা ও শৃঙ্খলার ভিত্তিতে সেনা পদোন্নতির পরামর্শ প্রধান উপদেষ্টার ◈ শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গম আমদানি চুক্তি ◈ ফোনে জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন সেনাপ্রধান ◈ ‘৪০ বছরের ব্যবসা জীবনে মার্কিন শুল্ক আরোপের এমন সংকট আর আসেনি’ ◈ বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ দুই চোরাকারবারি আটক ◈ দণ্ডিত কাস্টমস কর্মকর্তা পুনর্বহাল, বিভাগীয় শাস্তি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে দেওয়া হচ্ছে বাংলাদেশের অবস্থানপত্র ◈ প্রেমিককে প্রকাশ্যে আনলেন ভার‌তের ক্রিকেটার স্মৃতি মান্ধানা ◈ হাসিনা মানবজাতির কলঙ্ক, তার ক্ষমা নেই: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০১৯, ০২:২৩ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০১৯, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬৫ ঘণ্টা যাত্রা শেষে এম, ভি মধুমতির কলকাতা বন্দরে নোঙর

জিয়ারুল হক : ৬৫ ঘণ্টার যাত্রার পর বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া প্রথম যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি এখন কলকাতায়। এরমধ্য দিয়ে সত্তর বছর পর খুলে গেলো দুই দেশের নৌপথ। বাংলাদেশ হাই কমিশনের শীর্ষ কর্মকর্তারা বরণ করে নেন যাত্রীদের।

পশ্চিমবঙ্গের হুগলী নদীতে জাহাজ পৌঁছানোর পর সব যাত্রী ও ক্রুদের উত্তরীয় পরিয়ে দেয়া হয়। যাত্রীদের প্রত্যাশা সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে ঢাকা-কলকাতা-ঢাকা নৌরুটকে আকর্ষণীয় করা হবে। সময় টিভি

সোমবার (০১ এপ্রিল) সকাল ১১ টায় কলকাতাগামী দেশের প্রথম যাত্রীবাহী জাহাজ এম ভি মধুমতি হুগলী নদীতে প্রবেশ করে। এসময় শত বছরের পুরানো হুগলী নদীর দু’পাশের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য জাহাজের যাত্রীদের চোখ জুড়িয়ে দেয়।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এম ভি মধুমতির ছাদে এ সময় বাংলাদেশ থেকে আসা যাত্রীদের লাল সবুজের উত্তরীয় পড়িয়ে দেয়া হয়। যা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা।

যাত্রীরা বলেন, ৭০ বছর পর নৌপথে বাংলাদেশের প্রথম জাহাজ, আমি এর যাত্রী হয়ে গর্বিত।

বেলা ১টায় আসে সেই মাহেন্দ্রক্ষণ। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত যাত্রীবাহী জাহাজ পৌঁছায় কলকাতা বন্দরে। সেখানে বাংলাদেশ হাইকমিশনের শীর্ষ কর্তারা বরণ করে নেন জাহাজের যাত্রীদের। যাত্রীরা বলেন, পরবর্তী যাত্রায় সময় অনেক কমে যাবে, সুযোগ-সুবিধাও বাড়বে।

প্রথম যাত্রায় কিছু সমস্যা থাকলেও ভবিষ্যতে তা শোধরানো হবে বলে জানিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়