শিরোনাম
◈ ফিলিস্তিনির স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি আরো জোরালো হচ্ছে  ◈ নারী বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় রওনা হ‌লো বাংলাদেশ দল ◈ এ‌শিয়া কা‌পের সুপার ফো‌রে পরপর দুইদিনে ২ ম্যাচ নিয়ে টাইগার কোচ সিমন্সের অসন্তোষ প্রকাশ ◈ কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলের উদ্যোগ ◈ সরকারের গণমাধ্যমের ওপর কোনো হস্তক্ষেপ নেই: তথ্য উপদেষ্টা ◈ আন্তর্জাতিক বাণিজ্য সহজে নতুন উদ্যোগ: সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক ◈ মেঝেতে ছেলে-মেয়ের লাশ, বিছানায় মায়ের ◈ এনসিপির মার্কা শাপলাই হতে হবে, অন্য কোনো অপশন নেই: সারজিস আলম ◈ নিউইয়র্কের বিমানবন্দরের ঘটনায় প্রতিক্রিয়ায় যা বললেন মির্জা ফখরুল ◈ আখতারকে নিরাপত্তা দিতে ব্যর্থ দায়ী কর্মকর্তাদের শাস্তি চায় এনসিপি: সংবাদ সম্মেলনে নাহিদ

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০১৯, ০২:২৩ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০১৯, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬৫ ঘণ্টা যাত্রা শেষে এম, ভি মধুমতির কলকাতা বন্দরে নোঙর

জিয়ারুল হক : ৬৫ ঘণ্টার যাত্রার পর বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া প্রথম যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি এখন কলকাতায়। এরমধ্য দিয়ে সত্তর বছর পর খুলে গেলো দুই দেশের নৌপথ। বাংলাদেশ হাই কমিশনের শীর্ষ কর্মকর্তারা বরণ করে নেন যাত্রীদের।

পশ্চিমবঙ্গের হুগলী নদীতে জাহাজ পৌঁছানোর পর সব যাত্রী ও ক্রুদের উত্তরীয় পরিয়ে দেয়া হয়। যাত্রীদের প্রত্যাশা সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে ঢাকা-কলকাতা-ঢাকা নৌরুটকে আকর্ষণীয় করা হবে। সময় টিভি

সোমবার (০১ এপ্রিল) সকাল ১১ টায় কলকাতাগামী দেশের প্রথম যাত্রীবাহী জাহাজ এম ভি মধুমতি হুগলী নদীতে প্রবেশ করে। এসময় শত বছরের পুরানো হুগলী নদীর দু’পাশের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য জাহাজের যাত্রীদের চোখ জুড়িয়ে দেয়।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এম ভি মধুমতির ছাদে এ সময় বাংলাদেশ থেকে আসা যাত্রীদের লাল সবুজের উত্তরীয় পড়িয়ে দেয়া হয়। যা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা।

যাত্রীরা বলেন, ৭০ বছর পর নৌপথে বাংলাদেশের প্রথম জাহাজ, আমি এর যাত্রী হয়ে গর্বিত।

বেলা ১টায় আসে সেই মাহেন্দ্রক্ষণ। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত যাত্রীবাহী জাহাজ পৌঁছায় কলকাতা বন্দরে। সেখানে বাংলাদেশ হাইকমিশনের শীর্ষ কর্তারা বরণ করে নেন জাহাজের যাত্রীদের। যাত্রীরা বলেন, পরবর্তী যাত্রায় সময় অনেক কমে যাবে, সুযোগ-সুবিধাও বাড়বে।

প্রথম যাত্রায় কিছু সমস্যা থাকলেও ভবিষ্যতে তা শোধরানো হবে বলে জানিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়