শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৯, ০৮:২০ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০১৯, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ অনিশ্চিত পাকিস্তান অলরাউন্ডার হাফিজের

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র কিছু দিন বাকি। কিন্তু আসন্ন এই আসর থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় রয়েছেন পাকিস্তানি তারকা অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। এই সপ্তাহের প্রথম দিকে ম্যানচেস্টারে ইনজুরি আক্রান্ত বুড়ো আঙ্গুলের অপারেশন হয়েছে হাফিজের। ফলে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে এই অভিজ্ঞ ক্রিকেটারকে।

তবে মূল সমস্যা হলো আগামী মাসের ১৪ তারিখের মধ্যে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষায় অংশগ্রহণ করার দিনক্ষণ চূড়ান্ত করে দিয়েছেন পাকিস্তান দলের প্রধান কোচ মিকি আর্থার। ফলে ইনজুরি থেকে সেরে উঠেই ফিটনেস পরীক্ষায় অংশ নিতে হবে ৩৮ বছর বয়সী হাফিজকে। সেক্ষেত্রে তেমন কোনও অনুশীলনেরও সুযোগ পাবেন না তিনি।

হাফিজের ইনজুরি প্রসঙ্গে একটি সুত্র জানিয়েছে, ‘হাফিজের ডান হাতের বুড়ো আঙ্গুলের চিড় পুরোপুরি সেরে না ওঠায় তার দ্বিতীয় সার্জারি করা হয়েছে এবং সার্জন মাইক হেটন তাকে পরামর্শ দিয়েছেন পরবর্তী নির্দেশনা মেনে চলতে।’

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা জানিয়েছেন হাফিজের বিশ্বকাপ দলে অন্তর্ভুক্তি পুরোপুরি নির্ভর করছে কোচ মিকি আর্থার এবং প্রধান নির্বাচক ইনজামাম উল হকের ওপর। তাদের সিদ্ধান্ত অনুযায়ী দল নির্বাচন করা হবে বিশ্বকাপের। পিসিবির সেই কর্মকর্তা বলেছেন, ‘বিশ্বকাপের আগে এখনও অনেক সময় বাকি আছে। সুতরাং এখন দেখার বিষয় কিভাবে ইনজি এবং আর্থার ইস্যুটি দেখবে। যদি তারা মনে করেন যে হাফিজের বিশ্বকাপে অন্তর্ভুক্তি দলের জন্য গুরুত্বপূর্ণ তাহলে খুব সম্ভবত তারা তাকে সময় দিবে ইনজুরি থেকে সেরে উঠতে।’

উল্লেখ্য, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত আসরে করাচি কিংসের বিপক্ষে খেলার সময় ডান হাতের বুড়ো আঙ্গুলে চোট পেয়েছিলেন লাহোর কালান্দার্সের অধিনায়ক হাফিজ। এরপর স্ক্যান রিপোর্ট থেকে জানা যায় আঙ্গুলে চিড় ধরা পড়েছে তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়