শিরোনাম
◈ কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৫, আহত ৭ ◈ নাইজেরিয়ায় মসজিদে তালা দিয়ে আগুন, ১১ মুসল্লির মৃত্যু ◈ র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, এমন দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র ◈ শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ ◈ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর প্রাণহানি চেষ্টার নিন্দা জানালেন শেখ হাসিনা ◈ শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন  ◈ আইনি সহায়তা দিতে ‘পরামর্শ কর্মকর্তা’ নিয়োগ দেবে সরকার ◈ মিঠাপানির ঝিনুকে উৎপাদিত মুক্তার গহনা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর  ◈ কোরবানিতে চাহিদার চেয়ে পশু বেশি: প্রাণিসম্পদ মন্ত্রী ◈ বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখার জন্য ভারত সকল কার্যক্রম পরিচালনা করছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৯, ০৮:২০ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০১৯, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ অনিশ্চিত পাকিস্তান অলরাউন্ডার হাফিজের

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র কিছু দিন বাকি। কিন্তু আসন্ন এই আসর থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় রয়েছেন পাকিস্তানি তারকা অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। এই সপ্তাহের প্রথম দিকে ম্যানচেস্টারে ইনজুরি আক্রান্ত বুড়ো আঙ্গুলের অপারেশন হয়েছে হাফিজের। ফলে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে এই অভিজ্ঞ ক্রিকেটারকে।

তবে মূল সমস্যা হলো আগামী মাসের ১৪ তারিখের মধ্যে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষায় অংশগ্রহণ করার দিনক্ষণ চূড়ান্ত করে দিয়েছেন পাকিস্তান দলের প্রধান কোচ মিকি আর্থার। ফলে ইনজুরি থেকে সেরে উঠেই ফিটনেস পরীক্ষায় অংশ নিতে হবে ৩৮ বছর বয়সী হাফিজকে। সেক্ষেত্রে তেমন কোনও অনুশীলনেরও সুযোগ পাবেন না তিনি।

হাফিজের ইনজুরি প্রসঙ্গে একটি সুত্র জানিয়েছে, ‘হাফিজের ডান হাতের বুড়ো আঙ্গুলের চিড় পুরোপুরি সেরে না ওঠায় তার দ্বিতীয় সার্জারি করা হয়েছে এবং সার্জন মাইক হেটন তাকে পরামর্শ দিয়েছেন পরবর্তী নির্দেশনা মেনে চলতে।’

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা জানিয়েছেন হাফিজের বিশ্বকাপ দলে অন্তর্ভুক্তি পুরোপুরি নির্ভর করছে কোচ মিকি আর্থার এবং প্রধান নির্বাচক ইনজামাম উল হকের ওপর। তাদের সিদ্ধান্ত অনুযায়ী দল নির্বাচন করা হবে বিশ্বকাপের। পিসিবির সেই কর্মকর্তা বলেছেন, ‘বিশ্বকাপের আগে এখনও অনেক সময় বাকি আছে। সুতরাং এখন দেখার বিষয় কিভাবে ইনজি এবং আর্থার ইস্যুটি দেখবে। যদি তারা মনে করেন যে হাফিজের বিশ্বকাপে অন্তর্ভুক্তি দলের জন্য গুরুত্বপূর্ণ তাহলে খুব সম্ভবত তারা তাকে সময় দিবে ইনজুরি থেকে সেরে উঠতে।’

উল্লেখ্য, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত আসরে করাচি কিংসের বিপক্ষে খেলার সময় ডান হাতের বুড়ো আঙ্গুলে চোট পেয়েছিলেন লাহোর কালান্দার্সের অধিনায়ক হাফিজ। এরপর স্ক্যান রিপোর্ট থেকে জানা যায় আঙ্গুলে চিড় ধরা পড়েছে তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়