শিরোনাম
◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত ◈ রোববার থেকে আবার গাউন পরতে হবে আইনজীবীদের ◈ সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই: ডেপুটি গভর্নর

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৯, ০৬:১৬ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০১৯, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ স্কোয়াডে দলে জায়গা পাওয়া কঠিন স্মিথ ও ওয়ার্নারের, বললেন ফিঞ্চ

স্পোর্টস ডেস্ক: বল টেম্পারিং দায়ে এক বছর নিষেধাজ্ঞা শেষ হয়েছে অস্টেলিয়ান দুই ব্যাটসম্যান ডেবিড ওয়ানার্র ও স্টিভ স্মিথের। ২৯ তারিখে তাদের নির্বাসন শেষ হলেও পাকিস্তানের সাথে চলতি ওয়ানডে সিরিজের স্কোয়াডে জায়গা পাননি তারা। বর্তমানে দুইজনেই আইপিএলে ব্যস্ত আছেন। ব্যাটও জ্বলে উঠছে তাদের। তাই বিশ্বকাপে জায়গা পাওয়া নিশ্চিত এই দুই ক্রিকেটারের জন্য। কিন্তু অন্য কথা বলছেন অজি দলের বর্তমান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনি মনে করেন বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া বেশ কঠিন হবে স্মিথ এবং ওয়ার্নারের ক্ষেত্রে। পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থটিতে ৬ রানে জয় পাওয়ার পর সংবাদ সম্মলনে এমনটা জানান তিনি।

সম্প্রতি ভারতের মাটিতে ৩-২ এ ওয়ানডে সিরিজ জিতে আসা অস্ট্রেলিয়া সংযুক্ত আরব আমিরাতের মাটিতে পাকিস্তানকে সিরিজ হারিয়েছে। দলটির পক্ষে দারুণ ফর্মে আছেন গ্ল্যান ম্যাক্সওয়েল, পিটার হ্যান্ডসকম্ব, উসমান খাওয়াজাদের মতো ক্রিকেটাররা। আর এই কারণে বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াডে স্মিথ ও ওয়ার্নারের জায়গা দেখছেন না ফিঞ্চ। চতুুর্থ ওয়ানডে শেষে তিনি বলেছেন, ‘এটি কঠিন সত্য। বিশেষ করে যখন দলটি অনেক ভালো খেলছে, তখন স্কোয়াডে জায়গা পাওয়া আসলেই কঠিন হবে, সেটি যে কেউই হোক না কেন। দিন শেষে এটি অনেক কঠিন একটি সিদ্ধান্ত। আমাদের ১৫ সদস্যের স্কোয়াডে ব্যালেন্স রাখতে হলে কাউকে বাদ পরতেই হবে।’

ফিঞ্চের মতে বর্তমানে দলের চাহিদা অনুযায়ী খেলছে ক্রিকেটাররা। নিজেদের উন্নতি করার সুযোগ ভালোভাবেই কাজে লাগাতে সক্ষম হচ্ছে তারা। আর সেই কারণে বেশ সন্তুষ্ট অজি ওয়ানডে দলপতি। তিনি বলেন, ‘ফ্যাক্ট হলো ছেলেরা নিজেদের উন্নতি করার ক্ষেত্রে যথেষ্ট সুযোগ পাচ্ছে এবং তারা দলের চাহিদা অনুযায়ী যেভাবে খেলছে তা আসলেই দারুণ। আমার মতে ২০১৫ বিশ্বকাপে যেমন ভালো দল নিয়ে খেলতে গিয়েছিলাম আমরা এবারও তেমন একটি স্কোয়াড গড়তে পারবো আমরা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়