শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৯, ০১:১৭ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০১৯, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যতদিন পদ্মা-মেঘনা থাকবে ততোদিন বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নাম ইতিহাসে লেখা থাকবে, বলেন চিত্র নায়ক ফারুক

মো. আল-আমিন: রাজধানীর সরকারি তিতুমীর কলেজও আড়ম্বরে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মঙ্গলবার সকালে তিতুমীর কলেজের শহীদ বরকত মিলনায়তনে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফ হোসেনের সভাপতিত্বে এই আলোচনা সভা শুরু হয়।

শুরুতেই ৩০ মিনিটের মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র উপস্থাপন করা হয়। সভায় সংসদ সদস্য আলহাজ্ব আকবর হোসেন পাঠান (চিত্রনায়ক ফারুক) বলেন, যতদিন পদ্মা-মেঘনা টিকে থাকবে ততোদিন বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নাম ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। তাদের স্বপ্ন বাস্তবায়নে সকলে ঐক্যবদ্ধ হতে হবে। এখনও জিইয়ে থাকা সকল পাশবিক শক্তিকে দমন করতে হবে।

মুখ্য আলোচকের বক্তব্যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য এবং প্রতিষ্ঠাতা এমিরিটাস প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী বলেন, জয় বাংলা আমাদের জাতীয় স্লোগান। এটিকে ধারণ করতে হবে। মুক্তিযুদ্ধের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে হবে।

অধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফ হোসেন বলেন, আমার প্রতিষ্ঠান শিক্ষার্থীর দিক থেকে দেশের সর্ববৃহৎ। ৫০ হাজারের শিক্ষার্থীর প্রতিষ্ঠানের জন্য মাত্র ৩টি আবাসিক হল রয়েছে। তিতুমীরের শিার্থীদের জন্য অন্তত ২টি হল চাই।

বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ, ড. মোসা: আবেদা সুলতানা। এছাড়াও বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সভাপতি মো: রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জুয়েল মোড়লসহ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়