শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৯, ০১:২৬ রাত
আপডেট : ২১ মার্চ, ২০১৯, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নদী ভাঙ্গন ঠেকাতে প্রকল্প হাতে নিয়েছে সরকার: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

সৌরভ কুমার ঘোষ, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী উপজেলার বলদমারা, রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ এবং উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নে ব্রহ্মপূত্র নদ বেষ্টিত ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, নদী ভাঙন ঠেকাতে এবং নদীর নাব্যতা ফিরিয়ে আনতে সরকার নদীখনন ও তীর রক্ষা কর্মকান্ডে ২২শ’ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে।ইতিমধ্যে কুড়িগ্রামে নদীখননের কাজ শুরু হয়েছে। এতে ৪৪৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এটি সম্পন্ন করা গেলে আবাদি জমি ভাঙন বন্ধ হবে এবং কৃষি কর্মকান্ডে কৃষক উপকৃত হবে।

বুধবার দুপুরে স্পিড বোট যোগে তিনি রৌমারী ও রাজিবপুরের এসব এলাকা পরিদর্শন শেষে পথসভায় অংশ নেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য এম এ মতিন। কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য এম এ মতিন, পুলিশ সুপার মেহেদুল করিম,উলিপুর উপজেলা চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, রৌমারী উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়