শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৯, ০৮:১৬ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০১৯, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বছরে ৩৫ খুনের দেশে কয়েক মিনিটে ৪৯ জনকে হত্যা!

অনলাইন ডেস্ক : ২. শান্তির দেশ হিসেবেই পরিচিত নিউজিল্যান্ড। এই দেশে অপরাধের রেকর্ড খুবই কম। সারা বছরে খুন, চুরি-ডাকাতির সংখ্যা হাতে গোনা। ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের সর্বশেষ ২০১৮ সালের জরিপে বিশ্বের দ্বিতীয় শান্তির দেশ হিসেবে উঠে এসেছে নিউজিল্যান্ড। রেকর্ড অনুযায়ী, গত বছর দেশটিতে মোট খুনের ঘটনা ঘটেছে ৩৫টি। সেই দেশেই এবার কয়েক মিনিটের ব্যবধানে দুই মসজিদে গুলি চালিয়ে কমপক্ষে ৪৯ জনকে হত্যাকরেছে ধর্মীয় উগ্রপন্থি সন্ত্রাসীরা। দেশ রূপান্তর।

৩. নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্যান্য অপরাধের তুলনায় গুলি করে হত্যার ঘটনা নিউজিল্যান্ডে বিরল। গত এক দশকে গুলি করে খুনের সংখ্যা দুই অঙ্কেও পৌঁছায়নি। ২০০৯ সালে গুলি করে একসঙ্গে ৯ জন খুনের ঘটনা ঘটে। সেটা ছিল ব্যক্তিগত বিবাদের জেরে। এরপর আর কোনো গণহত্যা দেখেনি দেশটির বাসিন্দারা।

৪. ৫০ লাখ জনসংখ্যার এই দেশে বর্তমানে লাইসেন্সকৃত বন্দুক আছে ১২ লাখ বাসিন্দার কাছে। এত মানুষের হাতে বন্দুক থাকা সত্ত্বেও খুনের সংখ্যা হাতে গোনা এ থেকেই পরিষ্কার, সেখানকার বাসিন্দারা শান্তিপ্রিয় মানসিকতার। তবে এবারের ঘটনা দেশটির সেই শান্তিপ্রিয়তার চিত্র পাল্টে দিল।

৫.দুই মসজিদে মুসলিমদের প্রার্থনার সময় পরিকল্পিত সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। অথচ নিউজিল্যান্ডে মোট জনসংখ্যার মাত্র এক শতাংশ মুসলিম। এর মধ্যে আবার চার ভাগের তিন ভাগই অন্য দেশ থেকে যাওয়া, জন্মসূত্রে নিউজিল্যান্ডের নাগরিক নন। দেশটির প্রধানমন্ত্রী অবশ্য আশা করছেন, এ ঘটনার পর জনগণের মধ্যে কোনো বিভেদ তৈরি হবে না। ক্ষতিগ্রস্ত সবাইকে তিনি নিজ দেশের নাগরিক বলে অভিহিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়