শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ১২ মার্চ, ২০১৯, ০৭:১৯ সকাল
আপডেট : ১২ মার্চ, ২০১৯, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকাই সিনেমার সফল নায়ক-ভিলেন জুটি

মহিব আল হাসান : চলচ্চিত্রে জুটি বেশ গুরত্বপূণ অংশ। একটি সিনেমায় কে কারা জুটি বেঁধে অভিনয় করছেন তা দেখেই হলে সিনেমা দেখতে দর্শক যেতো। পর্দার সামনের নায়ক-নায়িকা জুটি নিয়ে দর্শকরা আলোচনা করতো। তবে এর বাহিরের আরও একটি জুটি আলোনায় থাকতো। বাংলা সিনেমার শুরুর লগ্ন থেকে সাফল্য পেলেও পরবর্তীতে বাংলা সিনেমায় অ্যাকশন আসলে এই জুটির সাফল্য অর্জন করে। সেটি হলো নায়ক-ভিলেন জুটি। এক সময় ভিলেন হিসেবে মাতিয়েছেন, গোলমা মোস্তফা, খলিল উল্লাহ খলিল, এটিএম শামসুজ্জামানরা। সেসময় তাদের সাথে নায়ক হিসেবে দেখা যেতো রাজ্জাক, আলমগীর, সোহলে রানা, ফারুক, উজ্জলদের।

তবে এর বাহিরে পরবর্তী সময় নায়কদের বিপরীতে ভিলেন হিসেবে দেখা যেতো কয়েকজন বিশেষ ভিলেনকে। নিয়মিত তারা নায়ক-ভিলেন জুটি হয়ে কাজ করতো। এই নায়ক-ভিলেন জুটি পর্দায় দর্শকরা বেশ উপভোগ করেছেন ।

আজকে আমাদের সময় ডট কম পাঠকদের জন্য সেই সব নায়ক-ভিলেনদের নিয়ে আয়োজন:-

বাংলা সিনেমায় অ্যাকশন নিয়ে আসেন প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক জসিম। তার হাত ধরেই বাংলা ফিল্মে আসে মারপিটের অভিনব কায়দা। শুরুটা ভিলেন হয়ে করলেও পরবর্তীতে নায়ক হিসেবে সফল তিনি। তার সাথে সবচেয়ে বেশি ভিলেন হয়ে কাজ করেছেন আহম্মেদ শরীফ, জাম্বু ।

জসীম- আহম্মেদ শরীফ

বাংলা সিনেমার দর্শকরা প্রথম খল চরিত্রটা দেখতে পায় জহুরুল হকের ‘রংবাজ’ ছবির মাধ্যমে। যেখানে ভিলেন চরিত্রে অভিনয় করেন জসিম। এরপর নায়ক হয়ে তুমুল জনপ্রিয়তা পান জসিম। নায়ক জসিমের সিনেমাগুলোতে তার সঙ্গে ভিলেন হিসেবে জুটি গড়ে ওঠেছিল আহমেদ শরীফের। বহু ছবিতে তাদের ভালো-মন্দের কেমিস্ট্রি দর্শক মাতিয়েছে।

জসিম-জাম্বু

জসিমের ছবিতে খলনায়ক হয়ে সবচেয়ে অভিনয় করেছেন ছিল বিশাল দেহী জাম্বু। দেহের বিশাল আকৃতি, টাক মাথা, ভয়ঙ্কর চোখ, ভারি কণ্ঠের জাম্বুর ভয় দেখিয়ে মধ্যবিত্ত পরিবারের মায়েরা তাদের সন্তানদের ঘুম পাড়াতেন- এমন গল্পও শুনতে পাওয়া যায়। আর হাতের পাঁচ আঙুল ছড়িয়ে দিয়ে জাম্বুর মুখে, টাক মাথায় থাপ্পড় দেয়া জসিমের সিনেমার জনপ্রিয় দৃশ্য ছিল।

সালমান শাহ-রাজিব

দুজনের প্রজন্ম অনেক ছিলো অনেক ফারাক। সালমান শাহ’র প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়মত সিনেমায় প্রথম বাবা হয়ে হাজির হন শক্তিশালী অভিনেতা ওয়াসিমুল বারী রাজিব। কখনও বাবা হয়ে আবার কখনও প্রেমিকার বাবা হয়ে, কখনো বা কোনো সম্পর্কের বাইরে থেকেই সালমান শাহের সিনেমায় হাজির হতেন রাজিব। এ দুজনের সিনেমা বেশ আলোচনা তৈরি করেছিলো দর্শক মহলে।

রুবেল-হুমায়ূন ফরীদি

ঢাকাই সিনেমায় অ্যাকশনের নতুন মাত্রা যোগ করেন নায়ক রুবেল। তার অ্যাকশনের কারণে নায়িকা ছাড়া রুবেলের নামে সিনেমা চলতো। হুমায়ূন ফরীদির সঙ্গে তার জমজমাট একটি জুটি গড়ে ওঠেছিল। ক্যারিয়ারের প্রথম ছবি ‘সন্ত্রাসী’তে ফরীদি মুখোমুখি হন রুবেলের। এরপর একসাথে ৫০টির অধিক ছবিতে অভিনয় করে দাপিয়েছেন তারা।

মান্না-ডিপজল

ঢাকাই সিনেমায় নায়ক মান্না ও খলনায়ক ডিপজলের রসায়ন ছিল বেশ দর্শকপ্রিয়। একটা সময় রুবেল-ফরীদির মতো শুধুমাত্র মান্না-ডিপজলের কেমিস্ট্রি দেখতেই দর্শকরা হলে যেতেন। তেজী, ত্রাশ, দাঙ্গা, আম্মাজান, গুন্ডা নাম্বার ওয়ান, সিনেমাগুলো তার প্রমাণ।

শাকিব-মিশা

বর্তমান সময়ে এসে শাকিব খান একাই রাজত্ব করছেন ঢাকাই সিনেমা। যার কারণ হিসেবে বলা চলে অসময়ে ঢাকাই সিনেমা নায়ক মান্নার চলে যাওয়াকে। তারপরও এখন শাকিব খান সবচেয়ে ক্যারিয়ারের বেশি ছবি করেছেন মিশা সওদাগরের সাথে। গেল দশ বছরে এটা ছিল নিয়মিত ব্যাপার। এই জুটির পর এখন পর্যন্ত আর কোনো নায়ক-ভিলেন জুটি গড়ে উঠতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়