শিরোনাম
◈ দুর্গাপূজার ছুটি নিয়ে এনবিআরের জরুরি নির্দেশনা ◈ মন্দির থেকে ৩০ রাউন্ড গুলি চুরি, ওসি প্রত্যাহার ও ৭ পুলিশ বরখাস্ত ◈ জুলাই হত্যাযজ্ঞ মামলা: শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, জেরা সোমবার ◈ যে প্রশ্নগুলো বার বার সামনে আসছে ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে ◈ সামনের কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ : ড. ইউনূস ◈ সৌদি রাষ্ট্রদূতের উপহার ফেরত দিয়েছি, কেবল কোরআন রেখেছি’ — মডেল মেঘনা আলম ◈ পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় ১০ জন নিহত, ভারতকে দোষারোপ ◈ জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা ◈ পাশ্ববর্তী দেশ থেকে হঠাৎ বলছে চাল দেবে না: অর্থ উপদেষ্টা ◈ নির্বাচন সুষ্ঠু করতে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে: আইজিপি

প্রকাশিত : ১০ মার্চ, ২০১৯, ০৫:৫৫ সকাল
আপডেট : ১০ মার্চ, ২০১৯, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে শান্তিপূর্নভাবে চলছে ভোটগ্রহন

লালমনিরহাট প্রতিনিধি: কঠোর নিরাপত্তারর মধ্যে দিয়ে লালমনিরহাটের ৫ উপজেলার মধ্যে ৪ উপজেলায় ভোট গ্রহন শুরু হয়েছে।

রোববার (১০ মার্চ) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। এরপর শুরু হবে ভোট গণনা।

সকালে ভোট শুরুর পর কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা যাচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে বলেও আশা করা হচ্ছে।

লালমনিরহাটের ৪টি উপজেলার এবার ২৯৫টি কেন্দ্রের মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে। তবে সদ্য স্থগিত আদিতমারী উপজেলায় ৬৭টি ভোট কেন্দ্রের এবার ভোটগ্রহণ হচ্ছে না। বাকি লালমনিরহাট সদর, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় রোববার একযোগে ভোট দিচ্ছেন ভোটাররা।

লালমনিরহাট পুলিশ সুপার এম এ রশিদুল হক জানান, ৪ উপজেলার ভোটকেন্দ্রগুলোতে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স রয়েছে। এতে দায়িত্ব পালন করছেন জেলা পুলিশের দুই হাজার সদস্য। এর পাশাপাশি র্যাব টহল দিচ্ছে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) ভোটকেন্দ্র ধরা হয়েছে ১৬০টি। বাকি ২৯৫টি কেন্দ্র সাধারণ ধরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ১০ জন করে পুলিশ ও আনসার সদস্য দায়িত্বরত আছেন বলেও তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়