শিরোনাম
◈ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ◈ ইতালি উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ২০ জনের মৃত্যু, বহু নিখোঁজ ◈ নির্বাচন করার ইচ্ছা আছে, এনসিপি’র হয়ে করবো কি-না সিদ্ধান্ত নেইনি: আসিফ মাহমুদ ◈ গুলশানে চাদাবাজিতে গ্রেফতারের আগে অপুর রেখে যাওয়া ভিডিও বার্তা ◈ পুলিশ ও উপদেষ্টার ভাইয়ের মামলা থেকে জামিনে মুক্তি পেলেন মুরাদনগর বিএনপির ১৩ নেতাকর্মী ◈ ‌নেপা‌লের বিরু‌দ্ধে দু‌টি প্রী‌তি ম‌্যাচে হামজা চৌধুরী‌কে নিয়ে বাংলাদেশের প্রাথমিক দল  ◈ সাদা পাথর লুটপাট বন্ধে প্রশাসনের পাঁচ দফা উদ্যোগ ◈ ‘বাকিতে খাবার না দেওয়ায়’ হোটেল মালিককে গুলি ◈ সেনাপ্রধানের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার, আইএসপিআরের সতর্কবার্তা ◈ বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নরের ব্যাংক হিসাব তলব

প্রকাশিত : ১০ মার্চ, ২০১৯, ০৫:৫৫ সকাল
আপডেট : ১০ মার্চ, ২০১৯, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে শান্তিপূর্নভাবে চলছে ভোটগ্রহন

লালমনিরহাট প্রতিনিধি: কঠোর নিরাপত্তারর মধ্যে দিয়ে লালমনিরহাটের ৫ উপজেলার মধ্যে ৪ উপজেলায় ভোট গ্রহন শুরু হয়েছে।

রোববার (১০ মার্চ) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। এরপর শুরু হবে ভোট গণনা।

সকালে ভোট শুরুর পর কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা যাচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে বলেও আশা করা হচ্ছে।

লালমনিরহাটের ৪টি উপজেলার এবার ২৯৫টি কেন্দ্রের মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে। তবে সদ্য স্থগিত আদিতমারী উপজেলায় ৬৭টি ভোট কেন্দ্রের এবার ভোটগ্রহণ হচ্ছে না। বাকি লালমনিরহাট সদর, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় রোববার একযোগে ভোট দিচ্ছেন ভোটাররা।

লালমনিরহাট পুলিশ সুপার এম এ রশিদুল হক জানান, ৪ উপজেলার ভোটকেন্দ্রগুলোতে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স রয়েছে। এতে দায়িত্ব পালন করছেন জেলা পুলিশের দুই হাজার সদস্য। এর পাশাপাশি র্যাব টহল দিচ্ছে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) ভোটকেন্দ্র ধরা হয়েছে ১৬০টি। বাকি ২৯৫টি কেন্দ্র সাধারণ ধরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ১০ জন করে পুলিশ ও আনসার সদস্য দায়িত্বরত আছেন বলেও তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়