শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ০৬ মার্চ, ২০১৯, ০৪:৪৩ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০১৯, ০৪:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী মিলেমিশে কাজ করতে চায় আর পুরুষ তাকে বিভিন্ন শব্দ ব্যবহারে জব্দ করে, বললেন ফারাহ কবির

মারুফুল আলম : আন্তর্জাতিক সংস্থা ‘অ্যাকশন এইড’র প্রধান নির্বাহী ফারাহ কবির বলেন, নারী সমানভাবে কাজ করতে যতো আগ্রহ দেখায়, বিভিন্ন শব্দ বা উক্তির মাধ্যমে পুরুষ ততো নারীর উপর জোরপ্রয়োগ বা ক্ষমতা দেখাতে চায়। এ বিষয়ে সংগঠনটি বুধবার ‘শব্দে জব্দ নারী’ শিরোনামে ঢাকায় এক অনুষ্ঠানের আয়োজন করেছে। সংগঠনটি সারা দেশে জরিপ চালিয়ে দেখেছে, ৮৮ শতাংশ নারী এ ধরণের অপমানজনক মন্তব্যের মুখোমুখি হন। -বিবিসি বাংলা।

ফারাহ কবির বলেন, ধরেন আপনি আমার সঙ্গে কথা বলছেন, অনেকেই বলবে ‘মেয়ে মানুষ’। ‘মানুষ’ বললে কি হতো না? এ শব্দ দ্বারা কিন্তু নারী বা স্ত্রীলিঙ্গকে নির্দিষ্ট করা হয়। যেমন বলা হয় ‘ভালো মেয়ে’। শব্দটি শুনলেই চিন্তার মধ্যে চলে আসবে যে, একজন নারী কথা বলবে না, শুধু শুনবে, চোখ তাকিয়ে দেখবেও না। তিনি বলেন, আরেকটি খারাপ উক্তি ‘মাল’। এটির সঠিক অর্থ অন্যকিছু হলেও এ শব্দের অপপ্রয়োগের মাধ্যমে নারীকে ছোট করা হয়।

নারীকে শারীরিকভাবে না হলেও এসব উক্তির মাধ্যমে মানসিকভাবে আক্রমণ করা হয়। পুরুষ নিজের আধিপত্য ধরে রাখতে এভাবে নারীকে সামাজিক অবস্থানসহ সবক্ষেত্রে ছোট করে রাখে বলে মনে করেন অ্যাকশন এইড’র নির্বাহী ফারাহ কবির। তিনি বলেন, ভাষা নিউট্রল কিন্তু এর অপপ্রয়োগ হচ্ছে।

এসব শব্দের কারণে নারীর উপর কীভাবে প্রভাব পড়ছে জানতে চাইলে তিনি বলেন, একজন নারীর চিন্তা-চেতনা-ভাবনা-চলাফেরা সবকিছুতেই এসব শব্দের প্রভাব পড়ে। এসব শব্দের কারণে নারীর আত্মবিশ্বাস     কমে যায়, সমাজে তার অবস্থান নিয়ে শংকিত থাকে। ফলে নিজেকে লুকিয়ে রাখার একটা প্রবণতা তার মধ্যে তৈরি হয়। সেজন্যই আমরা নীতি নির্ধারক এবং সচেতন মানুষের কাছে বলতে চাই, শব্দ-ক্ষমতার অপপ্রয়োগ যেনো না হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়