শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০৩ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের জরুরি অবস্থা জারির বিরুদ্ধে ভোট দিয়েছে মার্কিন হাউজ

আব্দুর রাজ্জাক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য জরুরি অবস্থা জারির পরপরই বিরোধীতা শুরু হয়। ট্রাম্পের আদেশের বিরুদ্ধে ডেমোক্রেট নিয়ন্ত্রিত দেশটির হাউজ অব রিপ্রেজেন্টেটিভ আইনি পদক্ষেপ নেয়ার পরই অন্তত ১৬টি রাজ্যও যৌথভাবে আদালতে যায়। এরই ধারাবাহিকতায় ট্রাম্পের জরুরি অবস্থা ঘোষণা বাতিল করতে ভোট দিয়েছে দেশটির হাউজ। বিবিসি, রয়টার্স, আল-জাজিরা

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে প্রয়োজনীয় ৮শ কোটি ডলার ছাড় না পেয়ে গত ১৫ ফেব্রুয়ারি জরুরি অবস্থা জারি করেন ট্রাম্প। তার এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আইনি পদক্ষেপ নেয়ার পর এবার হাউজে ভোটের আয়োজন করা হলো।

এখন ট্রাম্পের জরুরি অবস্থা জারির আদেশ বাতিল করতে বিষয়টি ক্ষমতাসীন দল রিপাবলিকান সংখ্যাগরিষ্ট সিনেটে যাবে। সেখানেও কিছু অতি রক্ষণশীল সিনেটর ডেমোক্রেটদের পক্ষে ভোট দেবেন বলে জানিয়েছেন।

হাউজে রিসল্যুশনটি ২৪৫-১৮২ ভোটে পাশ হলেও তাতে ভেটো দেয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। রিপাবলিকান ১৩ জন আইনপ্রণেতা ডেমোক্রেটদের সমর্থন করলেও ট্রাম্পের ভেটো এড়াতে প্রয়োজন দুই তৃতীয়াংশ সমর্থন।

ট্রাম্পের আদেশ অগ্রাহ্য করতে মার্কিন সংবিধানের জরুরি অবস্থা সংক্রান্ত যে বিধানটি ডেমোক্রেটরা ব্যবহার করছেন তাতে যেমন দুই তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন তেমনি তা আদেশের ১৮ দিনের মধ্যেই সমাপ্ত করার বাধ্যবাধকতা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়