শিরোনাম
◈ শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছেন কর গোয়েন্দারা ◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান! ◈ স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে, আগামী সপ্তাহেই গেজেট: পরিকল্পনা উপদেষ্টা ◈ মুসলিম দেশগুলো কি ন্যাটোর আদলে যৌথ বাহিনী গঠন করছে? ◈ ম‌্যাচ হারায় বেনফিকার কোচ বরখাস্ত, নতুন দা‌য়িত্ব নি‌তে যা‌চ্ছেন হো‌সে মরিনহো  ◈ টাঙ্গাইলে বেকারির দোকানে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা ◈ ভার‌তের অ‌ধিনায়ক সূর্যকুমারকে ‘শূকর’ ডেকে বিতর্কের মুখে পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মোহম্মদ ইউসুফ ◈ তপশিলের আগেই ৭০% প্রার্থী ঘোষণার প্রস্তুতি বিএনপির, যাদের সুযোগ দেওয়ার পরিকল্পনা

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩৩ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিতর্কিত নির্বাচন গণতন্ত্রের বাধা-নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ :  প্রশ্নবিদ্ধ নির্বাচন গণতন্ত্রের অন্তরায় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তবে শিগগিরই এ দৃশ্যপট পরিবর্তন হবে এবং সেই উষ্ণতা দেখা দিবে বলে আশা প্রকাশ করেন তিনি। উপজেলা পরিষদগুলো স্বাধীনভাবে কাজ করতে না পারলে কাক্সিক্ষত ফল জনগণ পাবে না। তাই সুষ্ঠু নির্বাচনে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন।'

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভায় সূচনা বক্তব্যে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার এসব কথা বলেন। তিনি বলেন, 'প্রতি নির্বাচনের আগে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে রুটিন ওয়ার্ক করি। আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন অনুষ্ঠানের বড় সহায়ক শক্তি। ভোটাররা নিরাপদে ভোটকেন্দ্রে উপস্থিতি নির্ভয়ে বাড়ি ফিরতে পারেন এই নিশ্চয়তা দেবে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচন কমিশনার আরো বলেন, 'উপজেলা নির্বাচনে প্রার্থীরা ভোটারদের নিরীক্ষার মাধ্যমে জয়ী হয়ে পদে আসীন হবেন। কেউ যেন পেছনের দরজা দিয়ে কিংবা আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনে বিজয়ী হতে না পারেন সে ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকতে হবে।'

তিনি আরও বলেন, 'নির্বাচন হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম অধ্যায়। এই গণতন্ত্র একটি অবকাঠামোর ওপর প্রতিষ্ঠিত। সেটা জাতীয় পর্যায়ে হতে পারে এবং স্থানীয় পর্যায়েও হতে পারে। দেশের তৃণমূল পর্যায়ে উন্নয়নের জন্য সুষ্ঠুভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় সরকারের কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।' ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় পুলিশের ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, ছয় জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন অফিসার ও উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়