শিরোনাম
◈ ‌তেরান‌কে এবার ইংল‌্যা‌ন্ডের হুম‌কি, কো‌নো অজুহাত ছাড়া পরমাণু কর্মসূচি বা‌তিল কর‌তে হ‌বে ◈ বাংলাদেশে গিয়ে আসামের মিঞাঁ মুসলমানদের ভোট দিতে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ◈ হা‌রিস রউফ পাকিস্তানের বিশ্বকাপ দলে না থাকায় বিস্মিত অ‌স্ট্রেলিয়ার ক্লার্ক ও ফিঞ্চ ◈ ভোটারদের মন জয় করতে প্রতিশ্রুতির প্রতিযোগিতা, বক্তব্যে উত্তাপ ◈ সাবেক ৩০ এমপির গাড়ি নিয়ে বিপাকে পড়ল এনবিআর ◈ গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে সরকারের মেয়াদ বাড়বে এমন তথ্য ভিত্তিহীন: প্রধান উপদেষ্টার প্রেস উইং ◈ বয়কট গুঞ্জনে পাকিস্তানের ঘুম হারাম করে দিলো আইসল্যান্ড ◈ আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমান, আ.লীগ ও ভারত প্রশ্নে যা বললেন ◈ যুক্তরাজ্যে লরিতে লুকিয়ে ২৩ বাংলাদেশিকে পাচারের চেষ্টা, আটক ৫ ◈ আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩৩ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিতর্কিত নির্বাচন গণতন্ত্রের বাধা-নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ :  প্রশ্নবিদ্ধ নির্বাচন গণতন্ত্রের অন্তরায় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তবে শিগগিরই এ দৃশ্যপট পরিবর্তন হবে এবং সেই উষ্ণতা দেখা দিবে বলে আশা প্রকাশ করেন তিনি। উপজেলা পরিষদগুলো স্বাধীনভাবে কাজ করতে না পারলে কাক্সিক্ষত ফল জনগণ পাবে না। তাই সুষ্ঠু নির্বাচনে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন।'

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভায় সূচনা বক্তব্যে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার এসব কথা বলেন। তিনি বলেন, 'প্রতি নির্বাচনের আগে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে রুটিন ওয়ার্ক করি। আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন অনুষ্ঠানের বড় সহায়ক শক্তি। ভোটাররা নিরাপদে ভোটকেন্দ্রে উপস্থিতি নির্ভয়ে বাড়ি ফিরতে পারেন এই নিশ্চয়তা দেবে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচন কমিশনার আরো বলেন, 'উপজেলা নির্বাচনে প্রার্থীরা ভোটারদের নিরীক্ষার মাধ্যমে জয়ী হয়ে পদে আসীন হবেন। কেউ যেন পেছনের দরজা দিয়ে কিংবা আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনে বিজয়ী হতে না পারেন সে ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকতে হবে।'

তিনি আরও বলেন, 'নির্বাচন হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম অধ্যায়। এই গণতন্ত্র একটি অবকাঠামোর ওপর প্রতিষ্ঠিত। সেটা জাতীয় পর্যায়ে হতে পারে এবং স্থানীয় পর্যায়েও হতে পারে। দেশের তৃণমূল পর্যায়ে উন্নয়নের জন্য সুষ্ঠুভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় সরকারের কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।' ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় পুলিশের ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, ছয় জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন অফিসার ও উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়