শিরোনাম
◈ আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ◈ টেকনাফে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব ◈ প্লট দুর্নীতি: হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব্রুয়ারি ◈ সমঝোতা জটিলতায় ১১ দলীয় জোটে উন্মুক্ত আসনের সম্ভাবনা ◈ পুরোনো রাজনীতি বনাম নতুন ব্যবস্থা: বাংলাদেশের সামনে কঠিন নির্বাচন ◈ মক্কার গ্র্যান্ড মসজিদে বাংলাদেশি কর্মীর নিঃস্বার্থ মানবিকতা ভাইরাল, সৌদি কর্তৃপক্ষের সম্মাননা ◈ শিক্ষার লক্ষ্য চাকরির প্রস্তুতি নয়, সৃজনশীল মানুষ গড়া: দক্ষিণ এশীয় সম্মেলনে ড. ইউনূস ◈ ৬৭ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু, করবেন যেভাবে ◈ বেনাপোল বন্দরে পাসপোর্টধারী যাতায়াত ১,৫২১ জন, আমদানি–রফতানি ৩০০ ট্রাক ◈ ইরানে দেশব‌্যাপী চলমান বিক্ষোভে সেনাবাহিনীর অবস্থান কী, সরকার কী চায়?  

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩৩ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিতর্কিত নির্বাচন গণতন্ত্রের বাধা-নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ :  প্রশ্নবিদ্ধ নির্বাচন গণতন্ত্রের অন্তরায় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তবে শিগগিরই এ দৃশ্যপট পরিবর্তন হবে এবং সেই উষ্ণতা দেখা দিবে বলে আশা প্রকাশ করেন তিনি। উপজেলা পরিষদগুলো স্বাধীনভাবে কাজ করতে না পারলে কাক্সিক্ষত ফল জনগণ পাবে না। তাই সুষ্ঠু নির্বাচনে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন।'

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভায় সূচনা বক্তব্যে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার এসব কথা বলেন। তিনি বলেন, 'প্রতি নির্বাচনের আগে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে রুটিন ওয়ার্ক করি। আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন অনুষ্ঠানের বড় সহায়ক শক্তি। ভোটাররা নিরাপদে ভোটকেন্দ্রে উপস্থিতি নির্ভয়ে বাড়ি ফিরতে পারেন এই নিশ্চয়তা দেবে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচন কমিশনার আরো বলেন, 'উপজেলা নির্বাচনে প্রার্থীরা ভোটারদের নিরীক্ষার মাধ্যমে জয়ী হয়ে পদে আসীন হবেন। কেউ যেন পেছনের দরজা দিয়ে কিংবা আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনে বিজয়ী হতে না পারেন সে ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকতে হবে।'

তিনি আরও বলেন, 'নির্বাচন হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম অধ্যায়। এই গণতন্ত্র একটি অবকাঠামোর ওপর প্রতিষ্ঠিত। সেটা জাতীয় পর্যায়ে হতে পারে এবং স্থানীয় পর্যায়েও হতে পারে। দেশের তৃণমূল পর্যায়ে উন্নয়নের জন্য সুষ্ঠুভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় সরকারের কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।' ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় পুলিশের ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, ছয় জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন অফিসার ও উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়