শিরোনাম

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১৪ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. আতিউর রহমান বললেন, যৌথ উদ্যোগে আর্থিক অন্তর্ভুক্তিতে ভালো করেছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : সরকারি ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগের ফলে বাংলাদেশ আর্থিক অন্তর্ভুক্তিতে ভালো করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, বিশিষ্ট অর্থনীতিবিদ এবং উন্নয়ন সমন্বয় ও সমুন্নয়ের চেয়ারপারসন ড. আতিউর রহমান। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোটারিয়ানদের উদ্যোগে আয়োজিত ‘আর্থিক অন্তর্ভুক্তি’ বিষয়ক সেমিনারে মূল বক্তা হিসেবে তিনি এ মন্তব্য করেন।

ড. আতিউর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে যে ব্যাপকভিত্তিক আর্থিক অন্তর্ভুক্তির কর্মসূচি নেওয়া হয়েছে তার ফল স্বরূপ অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ব্যাপক গতিপ্রাপ্ত হয়েছে এবং বাংলাদেশের অর্জন সারাবিশ্বে স্বীকৃতি পেয়েছে। দেশের প্রান্তিক পর্যায়েও প্রথাগত ব্যাংকিংয়ের পাশাপাশি মোবাইল ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সেবা পৌঁছানোর ফলে উদ্যোক্তাদের বিকাশের পরিবেশ সৃষ্টি হয়েছে। ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা ও ব্যাংকগুলোর যৌথ উদ্যোগের ফলে গ্রামাঞ্চলে বিপুল পরিমাণে কৃষিঋণ সরবরাহ করা হয়েছে এবং সেখানে আর্থিক অন্তর্ভুক্তি জোরদার হয়েছে।

তিনি বলেন, বর্গাচাষিরাও এসব সুবিধা পেয়েছেন। বর্গাচাষিদের ঋণ প্রদানের যে বিশেষ কর্মসূচি বাংলাদেশ ব্যাংক চালু করেছে তা উদ্ভাবনীমূলক আর্থিক অন্তর্ভুক্তি সেবা হিসেবে বিশেষজ্ঞ মহলে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে সরকার ও দেশের ব্যাংকিং খাত যে সমন্বিত উদ্যোগগুলো নিয়েছে তার ফল স্বরূপ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। এছাড়াও এসএমই ঋণ, সিএসআর সহায়তা এবং সবুজ ব্যাংকিংয়ের মতো উদ্যোগগুলোও বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তি প্রক্রিয়াকে বেগবান করেছে।

ডিজিটাল প্রযুক্তির প্রয়োগের ফলে বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তির কৌশল শক্তিশালী হয়েছে। এর ফলে এমন কি অতিদরিদ্র নাগরিকরাও ব্যাংকিং সেবার আওতায় চলে এসেছেন। ব্যাপকভিত্তিক আর্থিক অন্তর্ভুক্তির ফলে দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত হয়েছে এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অব্যাহত রয়েছে। নারীর ক্ষমতায়নেও আর্থিক অন্তর্ভুক্তি অবদান রেখেছে। এক্ষেত্রে নারী উদ্যোক্তাদের যে ঋণের চাহিদা রয়েছে তা পূরণের জন্য বিভিন্ন পুনঃঅর্থায়ন কর্মসূচি নেওয়া হয়েছে। প্রথাগত ব্যাংকিং ব্যবস্থা যে নারী উদ্যোক্তাদের কাছে সেবা পৌঁছাতে পারেনা তাদেরকে এসব কর্মসূচির আওতায় ঋণ দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়