শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪৮ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছোট সানিনের লালায় শনাক্ত হবে মায়ের লাশ!

ফাহিম বিজয় : আগেভাগেই সিআইডির অ্যাসিস্ট্যান্ট ডিএনএ অ্যানালিস্ট নুসরাত গণমাধ্যম কর্মীদের বলে দেন এখন সানিনের (৫) লালার নমুনা সংগ্রহ করা হবে। আপনারা যারা ফুটেজ নিতে চান বাহির থেকে নিতে পারবেন। এর মধ্যেই সানিনকে কোলে নিয়ে তার মামা ইসরাফিল সিআইডির নমুনা সংগ্রহ ডেস্ক এসেছেন। তখন সবার চোখ সানিনের দিকে। এত লোকের ভিড়ে সানিন প্রথমে কিছুটা ভয় পেয়ে যায়। বার্তা২৪.কম

সানিনকে ভয় পেতে দেখে সিআইডির অ্যাসিস্ট্যান্ট ডিএনএ অ্যানালিস্ট নুসরাত বলেন, মা তুমি ভয় পেয়ো না। তোমাকে ব্যথা দেব না। শুধু তোমার মুখ থেকে অল্প লালা নেব। নুসরাতের কথা শুনে সানিন মায়ের মরদেহ শনাক্তকরণের হা করে লালা দেয়ার জন্য। এ সময় সানিনের মুখ হা করার দৃশ্য দেখে গণমাধ্যমকর্মীসহ অনেকেই কেঁদে ফেলেন। দুই দফায় সানিনের মুখ থেকে লালা সংগ্রহ করে সিআইডি।

পরে এই লালা দিয়ে ডিএনএ টেস্টের মাধ্যমে সানিনের মা বিবি হালিমার মরদেহ শনাক্তকরণ করবে সিআইডি। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) ঢামেকের মর্গে সামনে সিআইডির ডিএনএ টেস্টের নমুনা সংগ্রহের ডেস্কের এই হৃদয় বিদারক দৃশ্য দেখা যায়। রাজধানীর চকবাজারের আগুনের ঘটনায় বিবি ফাতেমা ওরুফে সানিনের মা বিবি হালিমা উরুফে শীলা (২২) নিখোঁজ রয়েছেন। পরিবারের সন্দেহ, বিবি হালিমা অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন। তাই শীলার মরদেহ খুঁজে পেতে পাঁচ বছরের শিশুকন্যা সানিনকে নিয়ে মর্গে এসেছেন তার স্বামী মোঃ সুমন রহমান। সুমন-শীলা দম্পতির বিবি ফাতেমা নামে পাঁচ মাসের আরেকটি শিশু বাচ্চা রয়েছে।

মোঃ সুমন রহমান বলেন, ওয়াহিদ ম্যানশনের সামনে একটি ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়ে শীলা আর ফিরে আসনি। তাই মর্গে এসে ডিএনএ টেস্টের জন্য নমুনা দিলাম। এ সময় তিনি বার বার কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার এই দুই শিশুর কী হবে। তাদের মাকে আমি এখন কোথা থেকে এনে দেবো!

সানিনের মামা ইসরাফিল বলেন, ঢামেকে আসার পর সানিন আস্তে আস্তে আমাকে বলে, মামা আজ কিন্তু মাকে নিয়ে বাসায় যাবো। মাকে ছাড়া আজ বাসায় যাবো না। তিনি বলেন, ছোট ৫ মাসের বাবুটাও সারাক্ষণ কান্নাকাটি করছে। তার খালামনির কাছে ওকে রেখে এসেছি। তিনি আরো বলেন, ‘বোনের লাশ এখনো সনাক্ত করতে পারিনি। ডিএনএ টেস্ট নিয়েছে। ডিএনএ টেস্টের রেজাল্ট আসলে বোনের লাশ সনাক্ত হবে। সিআইডি সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত নমুনা সংগ্রহের জন্য ১৪ জনের তালিকা করা হয়েছে, যাদের মধ্যে ১৩ জনের নমুনা সংগ্রহের কাজ সম্পূর্ণ হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়