শিরোনাম
◈ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আংশিক উৎপাদন বন্ধ, ফলে উত্তরাঞ্চলে লোডশেডিং ◈ পুত্রহারা মায়ের আহাজারি, ভাই হারানো বোনের কান্না—তৌকিরের জানাজায় শোকাবহ রাজশাহী ◈ কুমিল্লার ১১টি আসনেই সক্রিয় বিএনপি, বসে নেই জামায়াতও,২টি আসনে আলোচনায় এনসিপি ◈ মোংলা বন্দরে আমদানি বাড়াতে ব্যবসায়ীদের প্রতি এনবিআর চেয়ারম্যানের আহ্বান ◈ ‘জালিম যতই শক্তিশালী হোক, জামায়াত তার চেয়েও শক্তিশালী হবে’ ◈ সূচি অসুবিধা ও ধীরগতিতে ভোগান্তি—সরিষাবাড়ী রুটে তিন আন্তনগর ট্রেনেই বিলম্ব, বন্ধ ‘গরীবের ট্রেন’ ধলেশ্বরী এক্সপ্রেস ◈ নিয়ন্ত্রণ হারানোর পরও পাইলট খালি মাঠ খুঁজছিলেন: বিমানবাহিনীর প্রধান ◈ সিরাজগঞ্জে ৫ শিক্ষক গড়ে তুলেছেন শক্তিশালী প্রশ্নপত্র ফাঁস সিন্ডিকেট, শাস্তি পাচ্ছে না অভিযুক্ত শিক্ষকরা ◈ ৯ ঘণ্টা অবরুদ্ধের পর মাইলস্টোন ছাড়লেন দুই উপদেষ্টা ◈ চান্দিনায় নিম্নমানের সামগ্রীতে নির্মাণাধীন সড়কটি ভাঙ্গন, খানাখন্দে চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৪৬ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্থপতি ইকবাল হাবিব বললেন, ‘চকবাজারের প্রাণহানি’ অবহেলা ও লোভের কাছে আত্মসমর্পণ জনিত হত্যাকাণ্ড 

মঈন মোশাররফ : বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব বলেছেন, কোনো ঘটনা ঘটার পর অঙ্গীকার, প্রতিশ্রুতি, কঠোর পদক্ষেপ নিবো বলে আমাদের কার্যক্রম সীমাবদ্ধ রাখি। ২০১১ সালের ২০ এপ্রিল প্রথম সিদ্ধান্ত হয় একটি কমিটি গঠন করে একটি শিল্প অঞ্চল গঠন করা। কিন্তু কিছুই হয় নাই। ২০১৪ সালের মধ্যে ক্যামিকেল কারখানা সরে যাওয়ার জন্য নিয়ম ও সময় নির্ধারণ করা হয়। তারও কিছুই হয় না। আবার দেখা যাচ্ছে অনেক কারখানা সরে যাওয়ার পরেও আবার ফিরে আসার দায় আসলে আমোদেরকেই নিতে হবে।

শুক্রবার ডিবিসি নিউজের ‘রাজকাহন’ অনুষ্ঠে তিনি আরো বলেন, আমি পরিবেশ আন্দোলনের কর্মী হিসেবে এই ঘটনার দায় মাথা পেতে নিলাম। ৭০ জনের প্রাণহানি নির্লিপ্ততার কারণে হত্যাকাণ্ড, অবহেলা জনিত কারণে হত্যাকাণ্ড, অতি লোভের কাছে পরাজিত হওয়ার কারণে হত্যাকাণ্ড।

তিনি বলেন, ছোট বেলায় আমরা একটা কথা শুনতাম এক জায়গায় বাঘ, ছাগল ও পান রাখা যায় না । কিন্তু বর্তমানে আমরা সেই কাজটি করে যাচ্ছি। ব্যবসায়িরা বলবে তা হলেকি আমরা ব্যবসা করবো না। ব্যবসা অবশ্যই করবেন কিন্তু এক জায়গায় বাঘ ছাগল আর পান রাখবেন না। অর্থাৎ একই স্থানে দাহ্য পদার্থও থাকবে আবার অন্যান্য প্রতিষ্ঠান ও বসত বাড়ি থাকবে তাহলে এই ঘটনা ঘটবেই।

তিনি জানান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন জরিপ করে বলেছিলো প্রায় ২৫০০ গোডাউন সেখানে রয়েছে। তখন সিটি করপোরেশন বলে দুই আড়াই হাজারের বেশি হবে না। ২০১৭ সালের জুন মাসে ১২ই মার্চ আমাদের মেয়র বললেন, ‘খবরদার এই ব্যবসা চলতে দেয়া যাবে না’ কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। কিন্তু কিছুই হয় নাই । ২০১৯ সালে এসে একই ঘটনা ঘটলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়