জামাল হোসেন খোকন: চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশের অভিযানে সোমবার রাতে উপজেলার সীমান্ত ইউনিয়ন থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান উদ্ধার করেছেন পুলিশ।
পুলিশ সূত্র জানা গেছে, জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়ার নেতৃত্বে (১৮ ফেব্রুয়ারি) রাত ৮টার সময় সাব-ইন্সপেক্টর নাহিরুল ইসলাম , সাব-ইন্সপেক্টর জিয়াউর রহমান, এএসআই মিলন ও এএসআই রতন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুন পাড়ার উমাপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আম বাগানের ভিতরে মাটির নিচে লুকানো অবস্থায় একটি ওয়ান শুটারগান উদ্ধার করেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ অস্ত্র উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,উমাপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আম বাগান থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হইছে। আমরা তদন্ত চালাচ্ছি এই ঘটনার সাথে কারা জড়িত তা বের করার।