শিরোনাম
◈ লবণ উৎপাদনে ধস: আমদানি অনুমতিতে দামপতন, বিপাকে চাষী–মিল মালিক ◈ খালেদা জিয়াকে লন্ডন নেয়ার বিষয়ে সিদ্ধান্ত আজ রাতে ◈ মান‌বিক সাহায্যের হাজার হাজার ত্রাণবাহী ট্রাক গাজার বারমুডা ট্রায়াঙ্গলে উধাও ◈ ‌বিশ্বকাপ ফুটবল, শক্তিশালী নরওয়েকে নিয়ে কঠিন গ্রুপে ফ্রান্স ◈ ফুটবল নি‌য়ে বিপা‌কে তুরস্ক,  জুয়া-ম্যাচ ফিক্সিংয়ে গ্রেপ্তার ২৭ খে‌লোয়াড়  ◈ যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে যাত্রীদের পোশাক নিয়ে নতুন বিতর্ক, প্রতিবা‌দে যাত্রী‌রা পায়জামা প‌রে হা‌জির ◈ বিশ্বকা‌পে মেসির খেলা নি‌য়ে আবা‌রো বাড়‌লো জল্পনা  ◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ ২০২৬ ফিফা বিশ্বকাপ: ১২ গ্রুপে ৪৮ দল, একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০৭ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে জামায়াত-বিএনপির ঠাঁই নেই, বললেন হানিফ

আহমেদ জাফর: বিএনপি ভুল রাজনীতি করে বলেই নির্বাচন তারা পরাজিত হয়েছে। ১৯৭১ সালে বিএনপি জামায়াত মিলে যে করেছে তার জন্য তারা ক্ষমা চাইনি। এখন তাদের কিছু নেতা ভুল স্বীকার করে ক্ষমা চাইতে বলেছে। কিন্তু বিএনপি আজও ভুল বুঝতে পারেনি। বাংলাদেশ যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে আরো হবে। এ দেশে তাদের ঠাঁই নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

রোববার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন ঢাকা উত্তর কৃষক লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এমন প্রতিশ্রুতি দেন।

হানিফ বলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আতিকুল ইসলামের বিজয় সুনিশ্চিত। জনগণ আওয়ামী লীগকে চায় বলেই আওয়ামী লীগের নৌকার বিজয় নিশ্চিত হয়ে গেছে। উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রয়াত মেয়র আনিসুল হকের স্বপ্ন বাস্তবায়ন করতে একজন যোগ্য দক্ষ্য , সত প্রার্থী বেছে নিয়েছে। উত্তর সিটি যে তার কোনো বিকল্প নেই। এজন্য নির্বাচন নিয়ে আমাদের কোনো সংশয় নেই আতিকুলের সংশয় নেই।

তিনি বলেন, বিএনপি ভুল রাজনীতির কারণে তারা হতাশ। তারা এখানে ভুল রাজনীতির থেকে শিক্ষা গ্রহণ করেনি। তাদের উচিত এই ভুল রাজনীতি থেকে সরে দাঁড়ানোর। বাংলাদেশ বিএনপি জামায়াতের ঠাঁই নেই। দেশের জনগণ আওয়ামী লীগের ১শত দাবি দেয়া মেনে নেয়। কিন্তু বিএনপি জনগণের কাছে কোনো দাবি দিতে পারে না। কারণ তাদের কোনো উন্নয়ন নেই। তারা জনগণের কাছে থেকে কি করে চাইবে।

মেয়র নির্বাচিত হলে প্রযুক্তির মাধ্যমে ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে কোন অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হবে। প্রতিশ্রুতি দিলেন আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন উত্তর উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম আতিক।

আতিকুল ইসলাম বলেন, ঢাকার মানুষ কি চায়? ফুটপাত দখলমুক্ত থাকা আর নতুন প্রজন্ম চায় খেলার মাঠ। নগর অ্যাপস এর মাধ্যমে আমি যদি মেয়র নির্বাচিত হতে পারি ৪৮ ঘণ্টার মধ্যে যে কোন সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়া হবে, কথা দিচ্ছি। আতিকুল বলেন, এখন সময় এসেছে একটি সুন্দর ঢাকা গড়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়