শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১৬ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি ইস্যুভিত্তিক দরখাস্ত, বললেন মোশাররফ হোসেন কাজল

ফাহিম বিজয় : দুদকের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে বলেন, তার আইনজীবীরা মামলা পরিচালনা করার ক্ষেত্রে আমরা সবসময় দেখি কিছু ইস্যুভিত্তিক দরখাস্ত দেন। এর মধ্যে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকের ইস্যুটা অনেকদিন ধরে আমরা দেখছি। প্রথমে যখন খালেদা জিয়া বললেন তিনি অসুস্থ তখন জেল কর্তৃপক্ষ বললেন সরকারি যেকোনো একটি হাসপাতালে ভর্তি হওয়ার জন্য। কিন্তু তিনি বললেন, ব্যক্তিগত চিকিৎসকের কথা। চিকিৎসকের আলাপ-আলোচনা করতে করতে তিনি পিজি হাসপাতালে গেলেন এবং চিকিৎসা নিলেন।

বৃহস্পতিবার ডিবিসির রাজকাহন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া বর্তমানে হুইল চেয়ারে করে হাজিরা দিতে আসেন এবং হাজিরা শেষে তিনি হুইল চেয়ারে করেই আদালত ত্যাগ করেন। হুইল চেয়ারে যখন থাকেন তখন তিনি তার আইনজীবীদের সঙ্গে কথা বলেন। আমরা যা দেখি তাতে উনার কথা-বার্তা আমাদের কাছে স্বাভাবিক মনে হয়। পায়ে খানিকটা সমস্যা রয়েছে মনে হয়, কারণ তিনি পা বেঁেধ আসেন। তার যে সমস্যাগুলো আছে সেগুলো অনেক পুরনো।

তিনি আরো বলেন, উনার যে সমস্যা রয়েছে এটি সমাধান করার জন্য বা তার চিকিৎসা করানোর জন্য জেল কর্তৃপক্ষ প্রস্তুত এবং ইচ্ছুক। এখন তিনি যদি মনে করেন, তিনি তিন বারের প্রধানমন্ত্রী, তাই উনার ইচ্ছা মতোই চিকিৎসা হবে, তাহলে তো উনার রোগের উপশম হবে না। চিকিৎসাটি নিতে হবে বিশেষজ্ঞের কাছ থেকে। জেল তো কোনো বেড়ানোর জায়গা নয় যে, কাউকে প্রাইভেটভাবে কোনো চিকিৎসা করা হবে। সম্পাদনা : জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়