শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:২৭ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহাম্মদ ইউসুফকে ব্যাটিং কোচের দায়িত্ব দিলো পিসিবি

স্পোর্টস ডেস্ক: মাঝে পাকিস্তান ক্রিকেটের খারাপ সময় গেলেও অতিতের অবস্থায় ফিরতে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি, হাতে নিয়েছে বিভিন্ন পরিকল্পনা তার পরিপ্রেক্ষিতেই মোহাম্মদ ইউসুফকে জাতীয় ক্রিকেট একাডেমির ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি।

ভারত থেকেই অনুপ্রাণিত হয়ে ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্ককে কাজে লাগাতে যাচ্ছে পিসিবি ‘অস্ট্রেলিয়া তাদের শীর্ষ খেলোয়াড় যেমন রডনি মার্শ, অ্যালান বোর্ডার এবং রিকি পন্টিংকে কাজে লাগিয়েছে। অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে দ্রাবিড়কে যুক্ত করে ভালো ফল পেয়েছে ভারতও। পাকিস্থানও সেরকম পরিকল্পনা করছে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এখনো রাহুল দ্র্রাবিড় জড়িয়ে আছেন ক্রিকেটের সঙ্গে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাঁর ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্ককে কাজে লাগাচ্ছে বয়সভিত্তিক ক্রিকেটের কোচ বানিয়ে। গত কয়েক বছরে এতে ভারত ভীষণ সফলও হয়েছে। ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল গত যুব বিশ্বকাপে শুধু চ্যাম্পিয়নই হয়নি, প্রতিভাবান অনেক খেলোয়াড় পেয়েছে, যাঁরা আলো ছড়াচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটে।

বিসিসিআইয়ের এ ‘দ্রাবিড়-মডেল’টা খুব পছন্দ হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। তারাও একই পথে হাঁটতে চায়। পাইপলাইন সমৃদ্ধ করতে বয়সভিত্তিক ক্রিকেটে যুক্ত করতে চায় ইউনিস খানের মতো সাবেক ব্যাটসম্যানকে, প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে যিনি টেস্টে ১০ হাজার রান করেছেন।

তরুণ ক্রিকেটারদের পরিচর্যা করতে ইউনিসের মতো সাবেক খেলোয়াড়দের ক্রিকেট বুদ্ধিতে কীভাবে কাজে লাগানো যায় সেটিই লাহোরে বলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি, ‘অস্ট্রেলিয়া তাদের শীর্ষ খেলোয়াড় যেমন রডনি মার্শ, অ্যালান বোর্ডার এবং রিকি পন্টিংকে কাজে লাগিয়েছে। অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে দ্রাবিড়কে যুক্ত করে ভালো ফল পেয়েছে ভারতও।

খেলোয়াড়দের কøাস করানো দরকার, তারা যেহেতু দেশকে প্রতিনিধিত্ব করে। জাতীয় একাডেমিতে রেখে তাদের শেখাতে হবে, পড়াতে হবে। ভারতের মতো বিদেশি কোচের সঙ্গে স্থানীয় কোচদের যুক্ত করা উচিত। এতে করে আরো বেশি শিখতে পারবে খেলোয়াড়েরা।’

এরই মধ্যে দ্রাবিড়-মডেলে হাঁটা শুরু করেছে পিসিবি। সাবেক পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ ইউসুফকে জাতীয় ক্রিকেট একাডেমির ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়