শিরোনাম
◈ ভোটকেন্দ্রের দায়িত্ব থেকে ডিসি-ইউএনওদের বাদ দিয়ে করা থাকবে? ◈ ‘ভারতীয় সফটওয়্যার’ ইরানে হামলার নেপথ্যে, আতঙ্কে মুসলিম বিশ্ব ◈ সারজিস-হাসনাতকে শতবার কল করলেও রিসিভ করেন না: শহীদ জাহিদের মায়ের অভিযোগ ◈ ৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি, ঝড়ের শঙ্কা ◈ ফ্রা‌ন্সের লিও শহ‌রের কসাই থেকে গাজার কসাই: ইতিহাসে বারবার অপরাধীদের বাঁচিয়েছে আমেরিকা ◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:২৩ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাটডাউন এড়াতে ঐক্যমতের পর অপেক্ষা কংগ্রেসের ভোটের

লিহান লিমা: সম্ভাব্য শাটডাউন এড়াতে স্থানীয় সময় বুধবার রাতে একটি সমঝোতায় একমত হয়েছে প্রতিনিধি পরিষদ। শুক্রবার শাটডাউন তুলে নেয়ার সময়সীমা শেষ হওয়ার আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়াল নির্মাণে ১৪০ কোটি ডলার দেয়ার ইস্যুতে ঐক্যমত হন আইনপ্রণেতারা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে কংগ্রেসের হাউস ও সিনেটে এই ইস্যুতে ভোট অনুষ্ঠিত হবে। গার্ডিয়ান, দ্য হিল, বিজনেস ইনসাইডার

এই সমঝোতা চুক্তির সাহায্যে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ৮৮ কিলোমিটার বেড়া তৈরী সম্ভব হবে। তবে দাবিকৃত ৫৭০ কোটি ডলার পাচ্ছেন না ট্রাম্প। সমঝোতা আলোচনায় অংশ নেয়া ডেমোক্রেটিক দলের সিনেটর প্যাট্রিক লিহি বলেন, ‘আমরা এমন একটি সমঝোতায় পৌঁছেছি যা আমেরিকার জন্য সর্বৎকৃষ্ট।’ তবে মার্ক মিডোস এর মতো বেশ কিছু রিপাবলিকান আইনপ্রণেতা একে একটি দুর্বল ডিল মনে করছেন।

গত কয়েকমাস ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেয়াল নির্মাণে ৫৭০ কোটি ডলার বরাদ্দের জন্য কংগ্রেসের প্রতি দাবী জানিয়ে আসছিলেন। ডেমোক্রেটরা এতে রাজী না হওয়ায় কেন্দ্রীয় সরকারের খরচ বরাদ্দ আটকে যায় এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম সময়ের জন্য শাটডাউন হয়। পরে সীমান্ত দেয়ালের অর্থ বরাদ্দের সমঝোতা চুক্তির শর্তে তিন সপ্তাহের জন্য ১৫ই ফেব্রুয়ারী পর্যন্ত শাটডাউন থামিয়ে কেন্দ্রীয় সরকারের কাজকর্ম সাময়িকভাবে চালু হয়। ১৫ই ফেব্রুয়ারী পর্যন্ত শাটডাউন তুলে নেয়ার সময়সীমা শেষ হচ্ছে শুক্রবার। বৃহস্পতিবার রাতে কংগ্রেসের ভোটের পর ট্রাম্প বাজেট বিলে স্বাক্ষর করবেন কি, করবেন না এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বুধবার রাতে ওভাল অফিসে ইতোমধ্যেই সমঝোতা চুক্তি নিয়ে নিজের অখুশির কথা জানিয়েছেন ট্রাম্প । বলেন, আমি খুশি নই। তবে আমি আরেকটি শাটডাউন চাই না। এটি ভয়ঙ্কর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়