শিরোনাম
◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:১৯ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আহমদিয়াদের ওপর হামলাকে পুঁজি করে ধর্মীয় এবং রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা চলছে, বললেন মোবাশশেরউর রহমান

মঈন মোশাররফ : আহমদিয়া মুসলিম জামাতের আমির মোবাশশেরউর রহমান বলেছেন, আহমদিয়া সম্প্রদায়ের উপর হামলার উদ্দেশ্য রাজনৈতিক। যারা হামলা করে, তারা ধর্ম নিয়ে রাজনীতি করে। তারা এটাকে পুঁজি করে ধর্মীয় এবং রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করে। সরকারের দৃষ্টি আকর্ষণ করে। এই হামলার সঙ্গে যারা জড়িত, তারা স্থানীয় কেউ নয়। তারা বহিরাগত। ২০৭ বছর ধরে পঞ্চগড়েরর আহমদ নগর এলাকায় আমাদের অনুসারীরা আছেন। আমরা সেখানে প্রতিবছর জলসা করি। স্থানীয়রা আমাদের জলসায় যোগ দেন। তাদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই ।

বৃহস্পতিবার ডয়চে ভেলেকে তিনি আরো বলেন, ইসলামের মূল বিশ্বাস আর আকিদা নিয়ে আমাদের সঙ্গে তাদের কোনো পার্থক্য নেই। কালেমা, নামাজ রোজা , হজ, জাকাত আমরা একইভাবে অনুসরণ করি। তবে আমরা ভারতে জন্ম নেয়া হযরত মীর্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে ইমাম মাহদি বলে বিশ্বাস করি। তিনিই আমাদের আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা ।
তিনি বলেন, তারা মতের সঙ্গে না মিললেই অন্যদের কাফের বলে। আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় যে, আমরা মীর্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবি বলি। এটা অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।

তিনি জানান, আহমদিয়াদের ওপর এই হামলা নতুন নয়। ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদের ওপর অনেক হামলা হয় । তেজগাঁও এলাকায় তাদের মসজিদ দখলের চেষ্টা হয়। এর আগে ঢাকার বকশিবাজারে তাদের প্রধান কেন্দ্র এবং মসজিদে হামলা ও আগুন দেয়ার ঘটনা ঘটে। ২০১৬ সালে রাজশাহীর বাগমারায় এই স¤প্রদায়ের একটি মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় একজন নিহত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়