শিরোনাম
◈ বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার  ◈ পাকিস্তানি ক্রিকেটাররা এনওসি পাচ্ছে না, বিপাকে পড়তে পা‌রে বিপিএল  ◈ বাফুফে ৪ কোটি টাকার বেশি আয় কর‌লো এশিয়ান কাপ বাছাই’র তিন ম্যাচ থেকে ◈ এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ◈ রাজনী‌তি‌তে চল‌ছে সমীকরণ, জোটে যাওয়া নিয়ে এনসিপিতে নানা মত ◈ বিপিএলে নোয়াখালী‌তে খেল‌বেন মোহাম্মদ নবি, সিলেটে সালমান  ◈ বাংলাদেশে পথকুকুর বা বিড়াল হত্যায় কী শাস্তি রয়েছে? ◈ মে‌ক্সি‌কোর বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে শত শত ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার ◈ চি‌কিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে ওষুধে রেসপন্স করছেন ◈ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, আজ থেকে নতুন দরে বিক্রি

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২২ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সিরিজ খেলতে ভারতকে বাধ্য করবো’

স্পোর্টস ডেস্ক : দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্ক উন্নয়নের চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ছটি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল ভারত-পাকিস্তানের। কিন্তু দুই দেশের রাজনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকায় আপাতত সিরিজের সম্ভাবনা নেই।

পাকিস্তান বারবার সিরিজের জন্য চাপ দিলেও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) রাজি নয়। ফলে আইসিসির দ্বারস্থ হয়েছিল পিসিবি। সেখানে কোনো লাভ হয়নি। উল্টো বিসিসিআইকে ক্ষতিপূরণ দিতে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। তাই এবার আর আইনি লড়াইয়ে যাচ্ছে না পাকিস্তান। অন্য পন্থা নিয়েছে তারা।

পাকিস্তান বলছে, ভারতকে ক্রিকেট সিরিজ খেলতে বাধ্য করবে তারা। পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এখন দেশের ক্রিকেটের মানোন্নয়নে বেশি জোর দিচ্ছেন। পিসিবির ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আমরা যদি নিজেদের সেরা করে তুলতে পারি তা হলে ভারত আমাদের সঙ্গে খেলতে বাধ্য হবে। তাই আমরা আপাতত বিশ্ব ক্রিকেটের এক নম্বর দল হয়ে ওঠার চেষ্টা করছি। আমরা সেরা হয়ে উঠলে পরিস্থিতি এরকম থাকবে না। তখন বিসিসিআই হয়তো নিজেরাই আমাদের সঙ্গে সিরিজ খেলার প্রস্তাব দেবে।

চুক্তি লঙ্ঘনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মামলা করেছিল পিসিবি। একটা সময় মামলায় জয়ের গন্ধও পেতে শুরু করেছিল তারা। কিন্তু শেষ মুহূর্তে ব্যাপারটা পুরো উল্টোদিকে ঘুরে যায়। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল-এর (আইসিসি) রেজ্যুলেশন কমিটি পিসিবিকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। এর পর শুনানির খরচ আদায় করার জন্যও আইসিসির কাছে পাল্টা মামলা করে বিসিসিআই। সেই মামলাও জেতে ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে সব দিক থেকেই বড়সড় ক্ষতির মুখে পড়তে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। তাই এবার তারা আর মামলার রাস্তায় যেতে চায় না। বরং সৌহার্দ্য বজায় রেখেই ক্রিকেট সিরিজের দাবি করছে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়