শিরোনাম
◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৫৫ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ কোরিয়ায় মার্কিন সৈন্য রাখতে দ্বিগুন অর্থ দাবি ট্রাম্পের, সিউলের প্রতিবাদ

আব্দুর রাজ্জাক : দক্ষিণ কোরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি অব্যাহত রাখার চুক্তি নিয়ে এক ধরণের ধু¤্রজাল তৈরি হয়েছে। ইতোমধ্যেই আগের চুক্তির মেয়াদ শেষ হয়েছে এবং চুক্তি নবায়নে দ্বিগুন অর্থ দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে এতে ৪ কোটি ডলার বৃদ্ধি করলেও দ্বিগুন করার ব্যাপারে জোর আপত্তি সিউলের। রয়টার্স, ফ্রিমালয়শিয়া টুডে

দক্ষিণ কোরিয়ায় মোট ২৮হাজার ৫শ মার্কিন সৈন্য রয়েছে। তাদের ব্যয় বহনে আগের চুক্তি অনুযায়ী, সিউল যুক্তরাষ্ট্রকে ৮৫ কোটি ডলার প্রদান করতো। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তাতে সন্তুষ্ট নয়, তাই অর্থায়ন বাড়ানোর ব্যাপারে চাপ দিতে শুরু করে। এতে দেশটি ৮ ভাগ ব্যয় বাড়িয়ে একটি খসড়া চুক্তি করেছে যদিও তা এখনো পার্লামেন্টে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

গত মঙ্গলবার ট্রাম্প মার্কিন কেবিনেটে বলেন, সিউল ৫শ কোটি ডলারের সেবা নিয়ে মাত্র ৫০ কোটি ডলার প্রদান করছে। তাই তাদের আগের ব্যয় দ্বিগুন করতে হবে। এতেই তীব্র আপত্তি দক্ষিণ কোরিয়ার। দেশটি জানিয়েছে, ইতোমধ্যেই উভয় দেশের সমঝোতা অনুযায়ী, প্রায় সাড়ে ৭ কোটি ডলার ব্যয় বাড়ানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র কিম ইউই-কিয়ম জানান, যুক্তরাষ্ট্র অতিরিক্ত ৫০ কোটি ডলার দাবি করছে অথচ এটি একটি মিমাংসিত ইস্যু। ইতোমধ্যেই এর ওপর সিদ্ধান্তও হয়েছে। তবে যেহেতু এটি এক বছরের চুক্তি তাই আগামী বছর উভয় রাষ্ট্র সম্মত হলে ব্যয় বাড়ানো যেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়