শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৫৫ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ কোরিয়ায় মার্কিন সৈন্য রাখতে দ্বিগুন অর্থ দাবি ট্রাম্পের, সিউলের প্রতিবাদ

আব্দুর রাজ্জাক : দক্ষিণ কোরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি অব্যাহত রাখার চুক্তি নিয়ে এক ধরণের ধু¤্রজাল তৈরি হয়েছে। ইতোমধ্যেই আগের চুক্তির মেয়াদ শেষ হয়েছে এবং চুক্তি নবায়নে দ্বিগুন অর্থ দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে এতে ৪ কোটি ডলার বৃদ্ধি করলেও দ্বিগুন করার ব্যাপারে জোর আপত্তি সিউলের। রয়টার্স, ফ্রিমালয়শিয়া টুডে

দক্ষিণ কোরিয়ায় মোট ২৮হাজার ৫শ মার্কিন সৈন্য রয়েছে। তাদের ব্যয় বহনে আগের চুক্তি অনুযায়ী, সিউল যুক্তরাষ্ট্রকে ৮৫ কোটি ডলার প্রদান করতো। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তাতে সন্তুষ্ট নয়, তাই অর্থায়ন বাড়ানোর ব্যাপারে চাপ দিতে শুরু করে। এতে দেশটি ৮ ভাগ ব্যয় বাড়িয়ে একটি খসড়া চুক্তি করেছে যদিও তা এখনো পার্লামেন্টে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

গত মঙ্গলবার ট্রাম্প মার্কিন কেবিনেটে বলেন, সিউল ৫শ কোটি ডলারের সেবা নিয়ে মাত্র ৫০ কোটি ডলার প্রদান করছে। তাই তাদের আগের ব্যয় দ্বিগুন করতে হবে। এতেই তীব্র আপত্তি দক্ষিণ কোরিয়ার। দেশটি জানিয়েছে, ইতোমধ্যেই উভয় দেশের সমঝোতা অনুযায়ী, প্রায় সাড়ে ৭ কোটি ডলার ব্যয় বাড়ানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র কিম ইউই-কিয়ম জানান, যুক্তরাষ্ট্র অতিরিক্ত ৫০ কোটি ডলার দাবি করছে অথচ এটি একটি মিমাংসিত ইস্যু। ইতোমধ্যেই এর ওপর সিদ্ধান্তও হয়েছে। তবে যেহেতু এটি এক বছরের চুক্তি তাই আগামী বছর উভয় রাষ্ট্র সম্মত হলে ব্যয় বাড়ানো যেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়